ঢাকা, বুধবার ১৮, জুন ২০২৫ ২১:৪৬:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া উপকূলে চলছে ভারী বর্ষণ, জনজীবন স্থবির বাসের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজির তিন যাত্রী নিহত ৬০ কিমি বেগে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

নির্বাচনে প্রতি দল থেকে ২০ ভাগ নারীপ্রার্থী রাখার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৪ জুন ২০২৫ বুধবার

নির্বাচনে প্রতিটি দল থেকে ২০ শতাংশ নারী প্রার্থী রাখার প্রস্তাব

নির্বাচনে প্রতিটি দল থেকে ২০ শতাংশ নারী প্রার্থী রাখার প্রস্তাব

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল থেকে ন্যূনতম ২০ শতাংশ নারী প্রার্থী দেওয়ার প্রস্তাব দিয়েছে গণসংহতি আন্দোলন। 

মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

এর আগে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়। কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো পৃথকভাবে ব্রিফিং করে।

ব্রিফিংয়ে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী নির্বাচন যেহেতু আগের পদ্ধতিতেই হবে, সেখানে অন্তত নির্বাচন কমিশনের জায়গা থেকে একটি সুনির্দিষ্ট বিধান করা হোক, আগামী পার্লামেন্টে প্রতিটি দল থেকে অন্ততপক্ষে শতকরা ২০ ভাগ নারী প্রার্থী দিতে হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি বলেন, আমরা ১০০ আসনে নারীর সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনকে সমর্থন দিয়েছি।