ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ১৪:৪৩:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিরাপত্তা, অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন ১৫ রাজনীতিবিদের ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু আজ আগামী বাজেটের রূপরেখা দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে নানা শঙ্কা পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল

‘বার্ষিক গোপনীয় প্রতিবেদন’ নিয়ে মাউশির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১২ এএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) সপ্তাহ উদযাপন করতে যাচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ এসিআর সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষ্যে সব সরকারি কলেজ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম জুমে একাধিক সভার আয়োজন করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) নুরুল হক সিকদারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এসিআর সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে আগে প্রকাশিত সূচি অনুযায়ী অনলাইন সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় সব সরকারি কলেজ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

সভাগুলো অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হবে। জুম মিটিং আইডি ৮৯৫২১৭৬৩৬৪৫ এবং পাসওয়ার্ড ১২৩৪। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় অনুযায়ী জুমে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশর নির্দেশনা অনুযায়ী, ঢাকা অঞ্চলের জন্য সভা অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর সকাল ১০টায়। চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের সভা হবে ২৮ ডিসেম্বর সকাল ১০টায় এবং রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের সভা একইদিন দুপুর ১২টায়।

এ ছাড়া খুলনা ও বরিশাল অঞ্চলের সভা অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর সকাল ১০টায়। সিলেট ও রংপুর অঞ্চলের জন্য সভা নির্ধারিত রয়েছে একইদিন দুপুর ১২টায়।

চিঠিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধানকে নিজ নিজ অঞ্চলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ আলোচনা সভায় অংশ নিতে অনুরোধও করা হয়েছে।