ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ০:২০:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬ প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার

বিশ্বকাপের আগে সাকিবের জন্য দুঃসংবাদ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বাংলাদেশ ক্রিকেট গত ২৪ ঘণ্টায় বহু ঘটনার সাক্ষী হয়েছে। দলের সেরা দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যে দ্বন্দ্ব নানা আলোচনায় উঠে আসা। যেখানে তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। আর সাকিবের নেতৃত্বে দল বিশ্বকাপ খেলতে ভারতে যায়।

সূচি অনুযায়ী, ভারতে পৌঁছে দুদিন বিশ্রাম নেমে টাইগাররা। এরপর প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামীকাল শুক্রবার গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে।

তবে বিশ্বকাপে নামার আগেই দুঃসংবাদ পেলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। গতকাল বুধবার আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাংকিংয়ে একধাপ নিচে নেমে গেছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা এই তারকার ৫৯১ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান এখন ৩৬-এ।

তবে সুখবর পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। নিয়মিত পারফরম্যান্সে আইসিসির ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ৭৪তম স্থানে উঠে এসেছেন তিনি। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৪৮৫। ঘরের মাঠে এই সিরিজে এক ম্যাচ খেলা মুশফিকুর রহিমের অবস্থান (২১ নম্বর) অপরিবর্তিত রয়েছে।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম এই তালিকায় শীর্ষে আছেন। এরপরই আছেন ভারতীয় তরুণ ওপেনার শুভমান গিল ও দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার ডুসেন।

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচ।