ঢাকা, রবিবার ০১, অক্টোবর ২০২৩ ১২:১৭:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরকার প্রবীণ নাগরিকদের প্রতি অত্যন্ত সংবেদন ও শ্রদ্ধাশীল আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ আজ বিশ্ব প্রবীণ দিবস সরকার কন্যাশিশুদের উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে: ইন্দিরা নারীর মজুরি পুরুষের চেয়ে কম হতে পারেনা: ডেপুটি স্পিকার

বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত কমতে পারে। এতে করে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সঙ্গে বাড়তে পারে গরম। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আগামী সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে সারা দেশে বৃষ্টি আবার বাড়তে পারে। এতে দিনের তাপমাত্রা কমতে পারে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্য বিভাগগুলোর দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে ভারতের পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গতকাল গণমাধ্যমকে বলেন, সোমবার থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টি বাড়বে। পরদিন মঙ্গলবার থেকে সারা দেশেই বৃষ্টি বাড়বে, যা মোটামুটি সপ্তাহখানেক থাকতে পারে।