ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৫:০৩:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

বেড়েছে নারীর প্রতি সহিংসতা, প্রয়োজন প্রতিরোধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৭ জুলাই ২০২৫ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও নারীর প্রতি সহিংসতা কমছে না, বরং সস্প্রতি নারী নির্যাতন বেড়েছে। পরিবারে-কর্মক্ষেত্রে নারীর এগিয়ে যাওয়া, গতিশীলতা, অর্থনৈতিক সম্পৃক্ততা ও দৃশ্যমান ভূমিকা রাখার পরও নারী নির্যাতন কমছে না। বরং নির্যাতনের ধরন বদলাচ্ছে। 

এসব নির্যাতন যে কত তুচ্ছ বিষয়ে ঘটে সেটা বলার অপেক্ষা রাখে না। নারী ওড়না পরেনি কেন? পর্দা করেনি কেন? সেখানে গেল কেন? সন্ধ্যায় বের হলো কেন? যে নারী ফুটবলাররা বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করল সেই নারী ফুটবলাদেরও পড়তে হয় নির্যাতনের মুখে! ‘এত বড় মেয়ে হাফপ্যান্ট পরে কেন খেলে’ বলে বিদ্রপ করে মারধরে আহত হয়েছিল আরও তিন কিশোরী খেলোয়াড়। 

মোহাম্মদপুরে ‘পাবলিক প্লেসে’ (জনপরিসরে) ধূমপান করাকে কেন্দ্র করে দুই নারীকে ‘মব’ (একদল উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে মেরে রক্তাক্ত করা হয়। এসব নিয়ে যারা নির্যাতন করছে তাদের আবার একদল ফুলেল সংবর্ধনা দিচ্ছে। 

এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশ ব্যাংক তাদের এক প্রজ্ঞাপনে জানায়, নারী কর্মীদের ছোট হাতা ও স্বল্প দৈর্ঘ্যরে পোশাক, লেগিংস পরা বাদ দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে নারীর পোশাক নিয়ে এমন প্রজ্ঞাপনে সমালোচনার মুখে পড়েন এবং নির্দেশনা বাতিল করেন।

গণ-অভ্যুত্থানের পর পরই আন্দোলনকারী নারীদের বিরুদ্ধে অনলাইনে নিপীড়নমূলক অপপ্রচার শুরু হয়। সম্প্রতি জনপরিসরে নারী নিপীড়নের যে ঘটনাগুলো ঘটেছে, তা নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থা উন্নত করার ক্ষেত্রে অন্তর্র্বর্তী সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি, বরং তাদের এই নীরবতা ধর্মীয় রাজনৈতিক দলের প্রতি নতজানু সমর্থনকে প্রকাশ করছে। 

নারী ও কন্যাশিশু নির্যাতনের ধারা কমবেশি আগের মতোই রয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশ : ‘নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪’ প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন অনুসারে, জীবনসঙ্গী বা স্বামী কর্তৃক সহিংসতা (আইপিভি) বাংলাদেশে এতটাই প্রকট যে, প্রায় ৭০ ভাগ নারী তাদের জীবদ্দশায় অন্তত একবার হলেও শারীরিক, যৌন, মানসিক এবং অর্থনৈতিক সহিংসতার পাশাপাশি নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন। 

৪১ শতাংশ নারীর ক্ষেত্রে গত ১২ মাসে এই সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার সংখ্যা কম। 

তবে নারী ও কন্যাশিশু নির্যাতনের বেশকিছু ঘটনা জনমনে গভীর দাগ কেটেছে। বিশেষ করে বাসে ডাকাতির সময় নারীদের যৌন নিপীড়নের ঘটনা। গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতরা ডাকাতির সময় নারী যাত্রীদের যৌন নিপীড়ন করে। 

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে, ২০২৪ সালে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে ১৭ হাজার ৫৭১টি। এর মধ্যে ৬ হাজার ৮৬৭টি মামলা হয়েছে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। ২০২৩ সালে মামলা হয়েছিল ১৮ হাজার ৯৪১টি। ২০২৫ সালের জানুয়ারি মাসে ১ হাজার ৪৪০টি মামলা হয়েছে।

এসব তথ্য শুধু যারা অভিযোগ করেছে তাদের, অভিযোগ করে না এমন সংখ্যাও কিন্তু কম নয়। পথেঘাটে, বাসে-ট্রেনে এমনকি বাসা, স্কুল-কলেজ, মাদ্রাসা বা কর্মস্থলে নারীরা ব্যাপক হারে নির্যাতিত হচ্ছে। প্রতিদিন দেশের কোনো না কোনো স্থান থেকে ধর্ষণের ভয়াবহ বার্তা ভেসে আসে। একটি-দুটি নয়, প্রতিদিন পত্র-পত্রিকা খুললেই পাওয় যায় প্রতিনিয়ত ধর্ষণ ও নারী নির্যাতনের খবর। 

যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, ধর্ষণ, হত্যা, তালাকসহ এমন নারী সহিংসতার ঘটনা প্রতিনিয়তই ঘটছে। নারীরা পারিবারিক, সামাজিক এমনকি রাজনৈতিক সহিংসতারও শিকার হচ্ছেন। 

নারীর ওপর পুরুষের অবিরাম ক্ষমতার অপব্যবহারের ফলে সাম্প্রতিককালে এই নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। 

পৃথিবীব্যাপী এসব সহিংসতার শিকার হয়ে প্রতিবছর অসংখ্য নারী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এই রিপোর্ট লেখার সময়েও ফেসবুকের পাতায় ভেসে বেড়াচ্ছিল পাশের দেশ ভারতে এক শিশু সন্তানের সামনে গণধর্ষণের শিকার হয়েছে এক নারী, আর্মির উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা।

আমাদের আইন আছে, আইনে কঠিন শাস্তির বিধান আছে তবু কেন কমছে না ঘরে-বাইরে এই নির্যাতন! সময় এসেছে এ প্রশ্নের উত্তর খোঁজার। নারী নির্যাতন প্রতিরোধে বছরের পর বছর ধরে শুধু আন্দোলন কিংবা প্রতিবাদ সভা-সম্মেলনেই থেকে যাচ্ছে সবকিছু। কিন্তু এর প্রতিরোধ বা প্রতিকারের যেন কেউ নেই। 

নারী সহিংসতা রোধে প্রচলিত আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধের জন্য আইন ছাড়াও  প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে পারবে।

এই বিভাগের জনপ্রিয়