ঢাকা, মঙ্গলবার ০৮, জুলাই ২০২৫ ১৮:৪২:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৪ জুলাই চীনে স্কুলের খাবার খেয়ে হাসপাতালে ২৩৩ শিশু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দেখবেন যেভাবে দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

‘বেবিটা আমার বোনের’, গুজব নিয়ে মুখ খুললেন তিশা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৭ পিএম, ৬ জুলাই ২০২৫ রবিবার

তানজিন তিশা। ছবি: সংগৃহীত

তানজিন তিশা। ছবি: সংগৃহীত

এসময়ের টেলিভিশন নাটকের একজন স্মার্ট অভিনেত্রী তানজিন তিশা। অভিনয় দক্ষতা, সৌন্দর্য ও স্মার্টনেস দিয়ে এরই মধ্যে ভক্তদের মন জয় করেছেন তিনি। তবে তিশাকে নিয়ে বিভিন্ন সময় নানান গুঞ্জনও ছড়িয়েছে। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ধারণকৃত একটি টকশোতে হাজির হয়ে ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন ঠিকানা-টিভি–তে শুরু হয়েছে নতুন অনুষ্ঠান ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় আছেন অভিনেতা জায়েদ খান, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রতি শুক্রবার রাতে নতুন অতিথি নিয়ে হাজির হবেন তিনি, আর প্রথম পর্বের অতিথি ছিলেন তানজিন তিশা।

টকশোতে ব্যক্তিজীবনের পরিকল্পনা নিয়ে তিশা বলেন, ‘আমি ঠিক করেছি বিয়ের জন্য আরও পাঁচ বছর সময় নেব। তখন আমি মা হব, সংসার করব। আমাদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনও আছে। এটা এড়িয়ে যাওয়া যায় না। তাই আজ হোক বা কাল, বিয়ে করতেই হবে।’

এরপরই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, তোমাকে নিয়ে ছড়িয়ে পড়া একটি গুজব সম্পর্কে বলো— জবাবে তিশা বলেন, ‘অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে- আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের প্রস্ততি চলছে! আর, আমার একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকিয়ে রেখেছি।’

তবে এই গুজবকে হালকাভাবে নিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘এসব গুজব শুনে আমি আর আমার পরিবার সবাই খুব হেসেছি। কারণ, ওই বেবিটা আমার না—সে আমার বোনের বাচ্চা।’

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট বক্তব্য রাখায় তানজিন তিশা প্রশংসা কুড়াচ্ছেন ভক্তদের কাছ থেকে। অনুষ্ঠানটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনাও তৈরি হয়েছে।