ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৫:২০:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

ভূমিকম্পের কারণে দেশের ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশজুড়ে হওয়া ভূমিকম্পে সাতটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এ ছাড়া নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনও বন্ধ আছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় এসব তথ্য জানায় বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড (পিডিবি)।

বার্তায় পিডিবি জানায়য়, বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা ৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট), আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট, সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটি (৭৫ মেগাওয়াট)।

এ ছাড়া নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাবস্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল এসএসসহ সব ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে।