ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২০:৫৩:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

মুখ বন্ধ করে লড়তেই পছন্দ করি : দীপিকা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩০ এএম, ১২ অক্টোবর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাতৃত্বের কারণে কাজের সময়সীমা কমিয়ে আট ঘণ্টা করার শর্ত দেওয়ায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। এই সিদ্ধান্তের জেরে 'স্পিরিট' এবং 'কল্কি ২৮৯৮ এডি' (সিকুয়েল) ছবি দুটি থেকে বাদও পড়েছেন তিনি।

কাজ হারানোর পর থেকেই তাকে 'অপেশাদার' তকমা দিয়ে নানা কটাক্ষ করা হয়। কিন্তু এ নিয়ে এতদিন নীরব থাকলেও এবার মুখ খুললেন 'পদ্মাবত' খ্যাত এই তারকা। নিজের শর্ত এবং বলিউড ইন্ডাস্ট্রির 'দ্বিচারিতা' নিয়ে তিনি এক সাক্ষাৎকার কথা বলেছেন। 

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘একজন নারীর ক্ষেত্রে এমন তকমা দেওয়া এবং তাকে নিয়ে নানা কটাক্ষ করা খুব সহজ। কিন্তু যত কটাক্ষই করা হোক না কেন আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। আমি আট ঘণ্টাই শুটিং করব। তাতে যে যা পারে বলুক।’

দীপিকা এর সঙ্গে বলিউডের ভেতরের 'দ্বিচারিতা' ও 'পুরুষতান্ত্রিক' মানসিকতাকেও সামনে এনেছেন। তার কথায়, আসলে এটা বলিউডের দ্বিচারিতা। এবং সেই মানসিকতা এখন আরও বেশি প্রকাশ পাচ্ছে। কারণ, এমন অনেক অভিনেতা রয়েছেন, যারা কখনই আট ঘণ্টার বেশি কাজ করেন না।’

‘এমনকি তারা সপ্তাহান্তেও শুটিং ফ্লোরে যান না। কিন্তু তা নিয়ে কেউ কখনও মুখ খোলেন না। সেগুলো নিয়ে কখনও আলোচনা হয় না আর এত কটাক্ষও কেউ করেন না।’

দীপিকা আর বলেন, ‘আমাদের সবথেকে বড় সমস্যা হল যে ভারতীয় চলচ্চিত্র জগৎকে ‘ইন্ডাস্ট্রি’ বলা হলেও তা এখনও অসংগঠিত। আমরা একে ‘ইন্ডাস্ট্রি’ বলি ঠিকই কিন্তু সেটা আমাদের কাজে কখনোই প্রমাণ করতে পারিনি। আমি এই নিয়ে এর আগে কখনো সেভাবে মুখ খুলিনি। কারণ, আমি মানুষটাই এরকমই। আমি নিজের লড়াই নিজে মুখ বন্ধ করে লড়তেই পছন্দ করি।’