ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ২৩:৩৫:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

যে শহরে সবাই বসবাস করে মাটির নিচে!

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ২৫ মে ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাটির নিচে এক মস্ত শহর! ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। রূপকথার মতো এই শহরের অবস্থান অস্ট্রেলিয়ায়। সেখানে একটি আস্ত শহরই গড়ে উঠেছে মাটির নিচে। 

কুবের পেডি নামের ওই শহরটি আর পাঁচটি আধুনিক শহরের মতোই। অ্যাডিলেড থেকে ৮৪৬ কিলোমিটার উত্তরে। প্রায় সাড়ে ৩ হাজার মানুষের বসবাস শহরটিতে। যেখানে সকলেই মাটির নিচে বাস করেন!

এই শহরটির জন্ম ১৯১৫ সালে। শহরটির মূল বৈশিষ্ট হল বহুমূল্য রত্নের খনি। ওপাল নামক রত্নটি বিশ্বের ৯৫ শতাংশই পাওয়া যায় কুবের পেডি এলাকায়। শহরটিতে বাইরে থেকে দেখলে তাজ্জব হতে হয়। 
 
চারদিক জনমানব শূন্য। জায়গায় জায়গায় গুহা। সেই গুহাগুলি থেকে নেমে গেছে সুড়ঙ্গের মতো সিঁড়ি। সেই সিঁড়ি চলে গেছে গভীরে। সিঁড়ি ধরে নিচে নামলেই রূপকথা! যেখানে সকলেই মাটির নিচে বাস করে! অত্যাধুনিক বাসস্থান। উচ্চপ্রযুক্তির সরঞ্জাম। রয়েছে দামি হোটেল। সুইমিং পুল।

কেন এই শহর মাটির তলায়? অস্ট্রেলিয়ার একটি বিস্তীর্ণ অঞ্চলে চলে তীব্র গ্রীষ্মের দাপট। গ্রীষ্মকালে কুবের পেডি এলাকায় তাপমাত্রা ছাড়িয়ে যায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে সেখানকার মানুষরা সবাই মাটির নিচে বাস করেন! 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া