ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ২:৩৯:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬ প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার

যে ১৬ দেশে শিরোপা জিতেছেন মেসি

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৫ এএম, ২২ আগস্ট ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্টার মায়ামিকে শিরোপা জিতিয়ে আরও নতুন একটি পালক যুক্ত হয়েছে লিওনেল মেসির ক্যারিয়ারে সাফল্যের মুকুটে। মায়ামির হয়ে লিগস কাপ জেতার মধ্য দিয়ে নতুন এক গল্পের সূচনা করেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। ব্যক্তিগত শিরোপা জয়েও সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।

কদিন আগেই হিসাবের থাকা মায়ামি, মেসির আবর্তনে মেজর লিগ সকারের (এমএলএস) আবির্ভূত হয়েছে নতুন পরাশক্তি হিসেবে। যুক্তরাষ্ট্রের মাটিতে শিরোপা উদযাপনের মধ্য দিয়ে ১৬টি দেশে ৪৪টি ট্রফি উঁচিয়ে ধরেছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

এতদিন ৪৩টি শিরোপা নিয়ে ব্রাজিলের দানি আলভেসের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। এবার আলভেসকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছালেন ৩৬ বছর বয়সী এই কিংবদন্তি। ৪৪ শিরোপা জিতে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটি এখন শুধুই মেসির দখলে।

স্পেনে সবচেয়ে শিরোপা উদযাপন করেছেন মেসি। সেখানে ১৭ বছরের ক্যারিয়ারে ৩৫টি শিরোপা জিতেছেন তিনি। তবে অবাক হওয়ার বিষয় হলো, নানান দেশে শিরোপা উদযাপন করলেও এখনও নিজ দেশ আর্জেন্টিনায় কখনোই শিরোপা উদযাপন করা হয়নি আকাশি-নীল শিবিরের এই মহাতারকার।

যদিও ঘরের মাঠে ২০১১ সালে সেই সুযোগ পেয়েছিলেন লিও। তবে সেবার কোয়ার্টার ফাইনাল থেকেই থমকে গিয়েছিল মেসিদের দৌড়। উরুগুয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল মেসিদের।

একনজরে যেসব দেশে মেসি শিরোপা জিতেছেন :

স্পেন : লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ

নেদারল্যান্ডস : ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

ফ্রান্স : লিগ ওয়ান শিরোপা, ২০০৫–২০০৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ

চীন : ২০০৮ সালের অলিম্পিক

ইতালি : ২০০৮–০৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ

মোনাকো : ২০০৯ সালের ইউরোপিয়ান সুপার কাপ

সংযুক্ত আরব আমিরাত : ২০০৯ সালের ক্লাব বিশ্বকাপ

ইংল্যান্ড : ২০১০–১১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ও কনমেবল উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস (কনমেবল) বা ফাইনালিসিমা।

জাপান : ২০১১ ও ২০১৫ সালে ক্লাব বিশ্বকাপ

জার্মানি : ২০১৪–১৫ সালের চ্যাম্পিয়নস লিগ

জর্জিয়া : ২০১৫ সালের ইউরোপিয়ান সুপার কাপ

মরক্কো : ২০১৮ সালের স্প্যানিশ সুপার কাপ

ব্রাজিল : ২০২১ সালের কোপা আমেরিকা

ইসরায়েল : ২০২২ সালের ফ্রেঞ্চ সুপার কাপ

কাতার : ২০২২ সালের বিশ্বকাপ

যুক্তরাষ্ট্র : লিগস কাপ