রাজধানীতে রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২৮ জুন ২০২৫ শনিবার
রাজধানীতে রথযাত্রায় বর্ণাঢ্য শোভাযাত্রা
বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অগ্নিহোত্র যজ্ঞের মধ্যদিয়ে পালিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে গতকাল বিকাল ৩টার দিকে স্বামীবাগ ইসকন মন্দির থেকে সনাতনী নারী-পুরুষের এক বিশাল শোভাযাত্রা শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়।
সাতদিন সেখানে অবস্থানের পর উল্টোরথে জগন্নাথ দেব আবারো ফিরবেন স্বামীবাগের ইসকন মন্দিরে। স্বামীবাগ ছাড়াও পুরান ঢাকার তাঁতিবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির, শাঁখারিবাজার একনাম কমিটিসহ রাজধানীর বিভিন্ন মন্দিরসহ দেশের বিভিন্ন স্থানে যথাযথ নিয়মে রথযাত্রা উৎসব পালিত হয়েছে।
জগন্নাথ দেবের এই রথযাত্রা উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় স্বামীবাগের ইসকন মন্দিরে ১০৮টি যজ্ঞ করা হয়। এই উৎসব ঘিরে সকাল থেকেই স্বামীবাগে শত শত সনাতন ধর্মাবলম্বী মানুষের ঢল নামে। আর এই রথযাত্রা ও জনসমাগমকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় পুরো ইসকন মন্দির চত্বর।
জাতীয় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকালে শুরু হওয়া শোভাযাত্রার সামনে ও পেছনেও ছিল ব্যাপক পুলিশি নজরদারি।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ইসকনের অধীনে সারা দেশে ১২৮টি রথযাত্রা উৎসব হয়েছে।
তিনি বলেন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় সকাল ৮টায় স্বামীবাগ আশ্রমে অগ্নিহোত্র যজ্ঞের মধ্যদিয়ে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। দুপুর দেড়টায় আলোচনা সভা শেষে বিকাল ৩টায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন হয়।
তিনি জানান, শোভাযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়েছে। এই শোভাযাত্রাসহ পুরো উৎসবের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি নিজস্ব পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল।
তিনি বলেন, সাতদিন পর উল্টো রথযাত্রা তিথীতে আগামী ৫ জুলাই বিকাল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম দেবকে আবারো স্বামীবাগ আশ্রমে নিয়ে যাওয়া হবে। এ ছাড়াও, রথযাত্রা উপলক্ষে স্বামীবাগের ইসকন মন্দিরে হরিনাম সংকীর্তন, অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ভগবত কথা, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও নাটক মঞ্চায়নসহ ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রথযাত্রার নিরাপত্তার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রথযাত্রা উপলক্ষে রাজধানীব্যাপী ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। রথের শোভাযাত্রার সময় পুরো এলাকায় ডিএমপি’র সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ছিল। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা পরিকল্পনা অনুসারে সবখানে মোতায়েন ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিপুলসংখ্যক সদস্য।
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- পরোয়ানার ২ ঘণ্টার মধ্যে জামিন সিমিন রহমানের
- ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- নতুন বছরে বাজারে এলো ৪ ডিভাইস
- আজ মেঘলা থাকবে রাজধানী ঢাকার আকাশ
- দেশের নারী ভোটার: ৬.২৮ কোটি, মোট ভোটারের অর্ধেক
- নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা
- আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি
- ‘বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর’
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম জমার সময় বাড়ল
- ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল
- গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারণার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
- সারাদেশে প্রচারণার উৎসব
- ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০
- একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে: তারেক রহমান
- শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে যা বললেন অপু বিশ্বাস
- পোস্টাল ভোট কী, কারা দিতে পারবেন এবং যেভাবে আবেদন করবেন
- খৈ খৈ মারমাকে বাড়ি দিচ্ছে জেলা প্রশাসন


