ঢাকা, মঙ্গলবার ১৮, ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩২:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা মারা গেছেন ধ্বংসস্তূপ থেকে আরও ৯ ফিলিস্তিনির লাশ উদ্ধার কানাডা বিমানবন্দরে উড়োজাহাজ উল্টে আহত ১৫ ৭ দফায় কত বাড়ল স্বর্ণের দাম রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর যুক্তরাষ্ট্রে বৃষ্টি ও বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

রিক-এর ‘আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব’ প্রকল্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের বয়স্ক ব্যক্তিদের জন্য আন্তঃপ্রজন্মীয় গোষ্ঠী শক্তিশালীকরণের মাধ্যমে উন্নত আয়ের নিরাপত্তা Improved Income Security through Strengthen Intergenerational Groups for Older People in Bangladesh (ISIGOP)  বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

হেল্পএইজ ইন্টারন্যাশনাল, জার্মানী এবং ইকোনমিক কোঅপারেশন, জার্মানী (বিএমজেড) এর সহযোগিতায় (ISIGOP)  ‘আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব’ প্রকল্পটি উদ্বোধন করা হয়েছে।

প্রবীণ ব্যক্তিদের অর্থনৈতিক নিরাপত্তা, স্বাস্থ্য এবং জাতীয় আইন প্রণয়নে তাদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে ভূমিকা রাখার উদ্দেশ্য প্রকল্পটি চালু হয়েছে। যা  ১অক্টোবর’২০২৪ থেকে শুরু হয়েছে  চলবে ৩০ মার্চ’২০২৬ পর্যন্ত। 

আজ সোমবার ২৭ জানুয়ারি বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজিত রাজধানীর ধানমন্ডিতে রিক এর সম্মেলন কক্ষে প্রকল্পটি উদ্বোধন উপলক্ষে হেল্পএইজ ইন্টারন্যাশনাল, জার্মানী এবং ইকোনমিক কোঅপারেশন, জার্মানী (বিএমজেড) এর সহযোগিতায় সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

রিক প্রবীণ কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতার আলোকে ‘প্রবীণ সংগঠন’ এর রূপ পরিবর্তনে একটি শক্তিশালী ভূমিকা রাখছে। যার ধারাবাহিকতায় ‘আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব’ নামে নতুন ধরনের সংগঠন ‍তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে নবীন প্রবীণ মিলেই প্রবীণ জীবনকে সুরক্ষা নিশ্চিত করতে সচেষ্ট হবে। ভিয়েতনামের আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব (Intergenerational Self-Help Clubs- ISHC) প্রবীণদের জীবনে ইতিবাচকপরিবর্তন  এনেছে। ভিয়েতনামের আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব (Intergenerational Self-Help Clubs- ISHC)  মডেলের ধারণার সাথে মিল থাকলেও বাংলাদেশের বাস্তবতায় স্বাতন্ত্র্য বজায় রেখেই  প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রকল্পটি আন্তঃপ্রজন্ম সেলফ হেল্প ক্লাবকে শক্তিশালী করে প্রবীণদের আয় নিরাপওাকে উন্নত করা সামগ্রিকভাবে প্রবীণদের আর্থিক ক্ষমতায়ন,সক্ষমতা,আয়মূলক কর্মকান্ডে প্রবীণ নারীদের দের অর্ন্তভূক্তি বৃদ্ধি আর্থিক অনিশ্চয়তা হ্রাস করবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো: সাইদুর রহমান খান বলেন, বর্তমানে সরকার ৬২ বছর বয়স্ক ৬০ লাখ এক হাজার প্রবীনদেরকে ৬০০ টাকা করে ভাতা দিয়ে থাকেন। যেটা আমরা ৬২ বছর নয়, ৬০ বছর বয়স্ক প্রবীনদের ভাতা দেয়ার প্রস্তাব দিয়েছি। এবং ৯০ বছর বয়সী প্রবীনদের ১৫০০ টাকা করে বয়স্ক ভাতা দেয়ার প্রস্তাব দিয়েছি। কেননা দুর্যোগের প্রধান ভিকটিম হলেন প্রবীন নারী-পুরুষরা। 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে নারী প্রজনন স্বাস্থ্য ও জন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক ডা: হালিদা খানুম আখতার বলেন; বিভিন্ন দেশে প্রবীণদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এর মধ্যে নারী প্রবীণগণ বিভিন্ন ক্ষেত্রে যেমন স্বাস্থ্য দিক থেকে খারাপ অবস্থায় আছে, তাদের বিষয়টি অতিসত্তর গুরুত্ব দেয়া দরকার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের  সাবেক সচিব মো: রেজাউল আহসান।

উক্ত সভায় সভাপতিত্ব করেন রিকের নির্বাহী পরিচালক আবুল হাসিব খান। তিনি প্রকল্পের তাৎপর্য নিয়ে কার্যক্রম শুরু করেন। প্রকল্প বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রিকের প্রবীণ বিষয়ক গবেষক তোফাজ্জেল হোসেন।  বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি মো: হাফিজুর রহমান ময়না,

সভায় মুক্ত আলোচনায় বক্তাদের নিকট থেকে উল্লেখযোগ্য যে বিষয়গুলো উঠে এসেছে তাহলো অনেকেই প্রবীণদের নানাবিধ সহায়তা নিয়ে কাজ করছে কিন্তু প্রবীণদের মানসিক স্বাস্থ্যের দিকে কোন নজর নেয়া হচ্ছেনা। ক্রমবর্ধমান প্রবীণ সংখ্যা বৃদ্ধির ফলে প্রবীণদের বিভিন্ন সমস্যার যে সংকট তৈরি হবে তা সমাধানের দায়িত্ব সরকার বা রাষ্ট্রের উপরই বর্তায়। তাই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সকলেই প্রবীণদের জন্য আলাদা একটি অধিদপ্তর বা মন্ত্রণালয়ের  দাবি উত্থাপন করেন। তারা মনে করেন আলাদা একটি অধিদপ্তর হলে প্রবীণদের কল্যাণে কার্যক্রম এর পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করা  অনেক সহজ হয়ে যাবে। নবীনদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দুটি সুপারিশ আসে তা হলো  প্রবীণদের আয়মূলক কাজের ক্ষেত্র যেন গ্রীন লাইভলিহুড অর্থাৎ পরিবেশবান্ধব হয় এবং প্রবীণ বয়সের ক্রনিক স্বাস্থ্য সমস্যা থেকে রেহাই পেতে তরুন বয়স থেকেই সচেতনতা তৈরির জন্য এডভোকেসী করা।