শেরপুরে মোড়ে মোড়ে জমে উঠেছে পিঠার দোকান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৭ অক্টোবর ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি
আর কদিন পরই শীতকাল। এদিকে শীতের আগেই শেরপুরে বিক্রি হচ্ছে নানা রকম পিঠা পুলি। বিকেল থেকে জেলা শহরের মোড়ে মোড়ে জমতে শুরু করে পিঠার দােকান। যেখানে প্রতিদিন সন্ধা থেকে মধ্যরাত পর্যন্ত এসব দোকানে পিঠা খেতে ভিড় করে নানা বয়সী মানুষ।
এদিকে প্রতিদিন ভালো পিঠা বিক্রি হওয়ায় মৌসুমী এ ব্যবসায় কর্মসংস্থান হয়েছে অনেকের।
সরজমিনে দেখা গেছে, শেরপুর জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড, কলেজ মোড়, খরমপুর মোড়, তেরাবাজার মোড়, শহীদ বুলবুল সড়ক , নিউমার্কেট মোড়সহ বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে পিঠা। কেউ মাটির চুলায় লাকড়ি ব্যবহার করে পিঠা তৈরি করছেন। কেউবা আবার এক চাকার বিশেষ বাহন ঠেলাগাড়ীতে করে পিঠা বিক্রি করছেন। যেখানে ভাঁপা পিঠা, পুলি পিঠা, মোটা পিঠা, চিতই পিঠা, ডিম পিঠাসহ বিভিন্ন সুস্বাদু ও ঝাল পিঠা বিক্রি হচ্ছে। ভাঁপা পিঠা ও পুলি পিঠাতে গুড় নারিকেলের ব্যবহার থাকলেও মোটা পিঠা ও চিতই পিঠাতে ক্রেতাদের জন্য রাখা থাকে সরিষা ভর্তা, শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তাসহ নানা রকম মুখরোচক ভর্তা।
এসব পিঠার দাম ৫ টাকা থেকে শুরু করে ২০ টাকার মধ্যে।
নতুন বাসটার্মিনাল এলাকায় পিঠা খেতে আসা চাকুরিজীবী নজরুল ইসলাম বলেন, এ দেশের মানুষ নানা আধুনিকতায় ইতিহাস ও সংস্কৃতি ভুলতে বসেছে। বাংলাদেশ পিঠা পুলির দেশ হলেও বর্তমানে বাসা বাড়িতে ও গ্রাম গঞ্জে পিঠা তৈরির উৎসব হয় না। তাই শহরের এসব পিঠার দোকান থেকেই পিঠা কিনে খাই।
তেরাবাজার মোড়ে পিঠা খেতে আসা কলেজ ছাত্র রুমান শেখ জানান, সন্ধায় কোচিং শেষ করে বন্ধুরা মিলে পিঠা খেতে আসি। পিঠা খাওয়ার পাশাপাশি আমাদের আড্ডা দেওয়াটাও জমে উঠে। শহরের মোড়ের এসব দোকানে পিঠা খেতে এসে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। আবার ফেরার পথে পিঠা কিনে মা-বাবা, ভাই-বোনদের জন্যও নিয়ে যাই।
পিঠা বিক্রেতা জলিল বলেন, এক সময় শীতে প্রতিটি বাড়িতে পিঠা তৈরি হতো। গ্রামের বাড়ি গুলোতে থাকতো ঢেঁকি। যেটা দিয়ে পিঠার জন্য চাল গুড়ো করা হতো। কিন্তু আধুনিকতা আমাদের কাছ থেক সব কেড়ে নিয়েছে। এখন শহরের বিভিন্ন মোড়ের পিঠার দোকানগুলো পিঠা প্রেমী মানুষদের একমাত্র ভরসা। আমি প্রতিদিন ১৫ থেকে ২০ কেজি চাল গুড়ো করে ৮শ থেকে ১ হাজার টাকার মত পিঠা বিক্রি করি। চাল, গুড়, লাকড়িসহ অন্যানো খরচ বাদ দিয়ে ভালই লাভ থাকে।
পিঠা বিক্রেতা হাশেম মিয়া জানান, তিনি দিনে শ্রমিকের কাজ করেন এবং রাতে ভ্রাম্যমাণ গাড়িতে করে পিঠা বিক্রি করেন। প্রতিদিন যা আয় হয় সেখান থেকে খরচ বাদ দিয়ে বাড়তি আয়ের টাকা দিয়ে সংসারের অন্যানো খরচ মেটান। তিনি আরোও বলেন, বর্তমান সময়ে বাসা বাড়িতে পিঠা তৈরি হয়না বলে আমাদের দোকান গুলোতে প্রচুর ভিড় থাকে। প্রতিদিন ভালো বেঁচা বিক্রিও হয়। সন্ধা থেকে মধ্যে রাত পর্যন্ত পিঠা বিক্রি চলে।
- আনা ফ্রাঙ্কের জন্মদিন আজ
- আমার আম্মা লেখিকা রোমেনা আফাজ
- সাহিত্যিক রোমেনা আফাজের মৃত্যুদিবস আজ
- ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত
- নিজেকে সফল করতে সকালে এই ৫টি কাজ করুন
- লিভারের অতিরিক্ত চর্বি নিয়ন্ত্রণে ঘরোয়া উপায়
- ছুটির মধ্যেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা
- দক্ষিণ আফ্রিকায় বন্যায় ৫০ জনের মৃত্যু
- ঈদ কাটিয়ে ঢাকায় ফিরছেন নগরবাসী
- দিল্লিতে রেড অ্যালার্ট, তাপমাত্রা ছাড়াল ৫১.৯ ডিগ্রি
- পারিবারিক কলহের কারণে স্ত্রীকে খুন, স্বামী আটক
- দেশে ফিরেছেন ৮ হাজার ৬০৬ জন হাজি
- তাপপ্রবাহ কমেছে, গরমের তেজ কমার পথে
- ‘যৌন হেনস্তাকারী’কে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা
- মৃত্যুর আগে দেওয়া তানিনে`র পোস্ট নিয়ে আলোচনা
- ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, জানালেন রিজওয়ানা
- রিয়া মনিকে বয়কট করলেন হিরো আলম
- ত্রিদেশীয় সিরিজ খেলবে নারী ফুটবলাররা
- আল্লাহ না চাইলে বিশ্বকাপের টিকিট পেতাম না: জ্যোতি
- প্রথম বারের মতো কাবাডি টেস্ট সিরিজে বাংলাদেশ নারী দল
- ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে সেরা দশে নাহিদা
- আজ পহেলা বৈশাখ, স্বাগত ১৪৩২
- কাতারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৪ নারী ক্রীড়াবিদ
- নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ
- সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৬৩ হাজার ছাড়াল
- আজ বিশ্ব পরিবার দিবস, পরিবারের সঙ্গে সময় কাটান
- বেড়েছে তেল, পেঁয়াজ ও সবজির দাম, কমেছে মুরগির
- বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন
- ভাইরাল হওয়া পরীমণির ছবি নিয়ে যা জানা গেল
- লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ