ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৪:৩১:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে শুভকে বিয়ের প্রসঙ্গে যা বললেন মন্দিরা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১৫ জুন ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত  

ছবি: সংগৃহীত  

‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মন্দিরা চক্রবর্তীর। অভিনয় ক্যারিয়ারের শুরুতেই জানিয়েছিলেন, তার পছন্দের অভিনেতার নাম আরিফিন শুভ। ভাগ্যক্রমে প্রিয় তারকার সঙ্গেই পরবর্তী সিনেমায় কাজের সুযোগ পেয়ে যান তিনি।

ঈদে মুক্তি পেয়েছে শুভ-মন্দিরার ‘নীলচক্র’ সিনেমা। যেখানে দুজনের জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। এছাড়া সিনেমার প্রচারেও দেখা গেছে নায়ক-নায়িকার খুনসুটি। যা দেখে পর্দার এই মিষ্টি যুগলকে বাস্তবেও এক হওয়ার পরামর্শ দিচ্ছেন দর্শকেরা।

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে সিঙ্গেলই রয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। যে কারণে ‘নীলচক্র’ সিনেমা দেখার পর অনেকেরই মত, বাস্তবেও বেশ মানাবে মন্দিরার সঙ্গে অভিনেতাকে।

ভক্তদের এমন ইচ্ছের কথা অভিনেত্রীর কান পর্যন্তও পৌঁছেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি সংবাদ সম্মেলনেও কথা বলেছেন মন্দিরা। যেখানে তিনি বলেন, ‘আমার জীবনের দ্বিতীয় সিনেমা এটা। কিন্তু এতটা আলোড়ন আগে কখনো দেখিনি। যত প্রমো করেছি, যত ছবি শেয়ার করেছি—সব জায়গাতে কমেন্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে, আপনারা বিয়ে করে ফেলুন!’

অভিনেত্রী বলেন, ‘প্রতিটা পোস্টে একের পর এক এমন মন্তব্য দেখে ভেবেই পাই না, দর্শক সত্যি কি চাইছেন আমরা বিয়ে করি? আমাদের জুটিকে তারা এতটা ভালোবেসেছেন যে, ব্যক্তিগত জীবনেও এক হতে দেখার স্বপ্ন দেখছেন!’

তবে এমন কিছুই বাস্তবে হচ্ছে না জানিয়ে মন্দিরা বলেন, ‘শুভ ভাই একজন অসাধারণ শিল্পী। আমি তার অভিনয়ের দিকে তাকিয়ে থাকতাম— ভাবতাম মানুষ এত নিখুঁত অভিনয় করে কিভাবে? কিন্তু বাস্তবে এমন কিছু (বিয়ে) সম্ভব নয়।’

প্রসঙ্গত, নীলচক্র গল্পনির্ভর বাণিজ্যিক সিনেমা। যেখানে মার্ডার মিস্ট্রির পাশাপাশি এই প্রজন্মের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সচেতন বার্তা দেওয়া হয়েছে। সোশাল মিডিয়ার কালো ফাঁদ, ডিজিটাল ব্ল্যাকমেইল, নৈতিক দুর্ভিক্ষ উঠে এসেছে গল্পের পরতে পরতে।

এছাড়া টিকটকে ভিডিও করে জনপ্রিয়তা পাওয়ার জন্য টিকটকারদের মরিয়া হয়ে উঠা, নারী পাচার এবং ১৬ তরুণীর আত্মহত্যার নেপথ্য রহস্য উন্মোচন কীভাবে হবে তা জানতে পর্দায় চোখ আটকে থাকবে দর্শকের।