ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১৩:০০:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

সাবেক এমপি তামান্না বুবলির জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার

তামান্না নুসরাত বুবলীর (৪৫)

তামান্না নুসরাত বুবলীর (৪৫)

রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নরসিংদী জেলা মহিলাবিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলীর (৪৫) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (০১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার করে পুলিশ।

পরের দিন সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মমলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর তেজগাঁও থানাধীন ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতিকারীরা ব্যানারসহ অবৈধ মিছিল করার জন্য সমবেত হয়। কিছুক্ষণ পর আসামিরা মিছিল নিয়ে আনন্দ সিনেমা হলের সামনে দিয়ে পান্থপথ অভিমুখে অগ্রসর হয়ে জনমনে ভীতি সৃষ্টি করার জন্য ককটেল বিষ্ফোরণ ঘটায়।

এ ঘটনায় পরের দিন ২৫ সেপ্টম্বর সন্ত্রাস বিরোধী আইনে তেজগাঁও থানায় একটি মামলা করেন পুলিশ। বুবলী এই মামলার এজাহারভুক্ত আসামি।