সারাদিন এসিতে কাটান? ত্বকের ক্ষতি হচ্ছে কী!
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ৩০ এপ্রিল ২০২৫ বুধবার
প্রতীকী ছবি
গরমের দিনের বেশির ভাগ সময় কাটে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে। তার ফলে ত্বকের নানা সমস্যা হতে পারে। ত্বক সুস্থ রাখতে কোন কোন বিষয়ের খেয়াল রাখা জরুরি?
গরমকালে এসি-র ব্যবহার নিয়ন্ত্রণ না করলে ত্বকের ক্ষতি হতে পারে।
গরমের সময়ে প্রত্যেকেরই নাজেহাল অবস্থা। খানিক স্বস্তিতে থাকতে সারা ক্ষণ চলছে বাতানুকূল যন্ত্র। বাড়ির পাশাপাশি অফিস এবং গাড়িতেও দিনের একটা বড় অংশ ঠান্ডা হাওয়ার মধ্যেই কাটছে। গরমকালে দিনের মধ্যে সিংহভাগ সময় এসি-র মধ্যে কাটলে অজান্তেই ত্বকের সমস্যা দেখা দিতে পারে। তাই আগে থেকেই সাবধান থাকতে হবে বলেই জানালেন চিকিৎসকেরা।
শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। তাই আমাদের ত্বক শুষ্ক হয়ে ওঠে। গরমের মরসুমে বাতাসে আর্দ্রতা বেড়ে যায় বলেই আমাদের ঘাম শুরু হয়। আর বেশি ঘাম এবং কষ্ট থেকে আমাদের স্বস্তি দেয় এসি। গরমকালে দীর্ঘ সময় এসিতে থাকলে তাই শীতকালের মতোই কারও কারও ত্বক শুষ্ক হয়ে উঠতে পারে।
চর্ম রোগের চিকিৎসক কৌশিক লাহিড়ী বললেন, ‘‘বিদেশের কোনও জায়গায় তাপমাত্রা কম থাকলে বা কোনও রুক্ষ জায়গায় বেশি ক্ষণ এসিতে থাকলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। যার জন্য বিদেশে হিউমিডিফায়ার ব্যবহার করতে বলা হয়। তা হলে ঘরের মধ্যে আর্দ্রতার পরিমাণ ঠিক থাকে।’’ কিন্তু তিনি জানালেন, আমাদের দেশ নদীমাতৃক এবং গরমকালে বাতাসে আর্দ্রতাও অনেক বেশি। ফলে এসিতে থাকলে খুব একটা সমস্যা দেখা দেয় না। তবে আমাদের দেশেও বেশি ক্ষণ এসিতে থাকলে ত্বক শুষ্ক হয়ে যায়।
দীর্ঘ সময় ত্বক শুষ্ক রাখা ঠিক নয়। সাধারণত বয়স্করা, যাঁদের বয়স ৫০ এর উপরে, তাঁদের ক্ষেত্রে শুষ্ক ত্বকের সমস্যা অনেক বেশি দেখা যায়। কিন্তু দিনের বেসির ভাগ সময়ে এসির মধ্যে থাকলে অল্পবয়সিদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা যেতে পারে। কৌশিকের কথায়, ‘‘হয়তো কেউ দীর্ঘদিন বাড়িতে এসিতে বসে অফিসের কাজ করছেন। তাঁদের শুষ্ক ত্বকের সমস্যা হতে পারে।’’
ঠান্ডা পরিবেশে থাকলে কাদের বাড়তি সাবধানতা বজায় রাখা উচিত? কৌশিক বললেন, ‘‘যাঁদের সুগারের মাত্রা বেশি, তাঁদের শুষ্ক ত্বকের সমস্যা হতে পারে। আবার অনেক সময়ে কোনও বিশেষ ওষুধ থেকেও এই সমস্যা দেখা দিতে পারে। তাঁদের আরও বেশি করে এসি থেকে সাবধান হওয়া উচিত।’’ তাই গরমকালে দীর্ঘ সময় এসিতে থাকলে এই সমস্যাগুলি আরও বেড়ে যেতে পারে। নিয়মিত ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা উচিত। কৌশিকের কথায়, ‘‘স্নানের আগে নারকেল তেল বা অলিভ অয়েল এবং স্নানের জন্য কম ক্ষার যুক্ত কোনও সাবান ব্যবহার করলে উপকার পাওয়া যায়।’’
গরমকালে ত্বক দীর্ঘ সময় এসিতে থাকলে ত্বক শুষ্ক হয়ে যায়। আবার বেশি ঘাম হলে তখন বিভিন্ন ফাংগাল ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে। চর্মরোগের চিকিৎসক নিলয়কান্তি দাস গরমকালে এসি-র ব্যবহারকে নিয়ন্ত্রণের পরামর্শ দিলেন। তিনি বললেন, ‘‘এসি না চালিয়ে গরমে ঘামলে ফাংগাল ইনফেকশন, অর্থাৎ দাদ হতে পারে। আবার এসিতে বেশি ক্ষণ থাকলে রুক্ষ ত্বকের সমস্যা দেখা দিতে পারে। ত্বকের রুক্ষতা তখন চুলকানির কারণ হয়ে দাঁড়ায়। তাই এসি এবং সাধারণ তাপমাত্রা— দুয়ের মধ্যে সমতা বজায় রাখতে হবে।’’
চিকিৎসকেরা জানাচ্ছেন, দীর্ঘ সময় এসিতে সময় কাটালে মূলত শুষ্ক ত্বকের সমস্যা দেখা দেয়। নিলয়কান্তি দাসের কথায়, ‘‘যাঁদের ত্বক একটু স্পর্শকাতর (অ্যাটোপিক ডার্মাটাইটিস), তাঁদের ক্ষেত্রে ত্বক শুষ্ক হলেই তখন ভাঁজে ভাঁজে চুলকানি শুরু হতে পারে।’’ এসিতে থাকলে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা জরুরি, যাতে রুক্ষ ত্বকের সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায়।
গরমকালে এসি ব্যবহার করলে বাতানুকূল যন্ত্রটির ফিল্টার যেন নিয়মিত পরিষ্কার করা হয়, সে দিকেও খেয়াল রাখতে হবে বলে জানালেন নিলয়কান্তি দাস। তাঁর কথায়, ‘‘এসির ফিল্টারে জীবাণু জমা হয়ে থাকে। পরিষ্কার না করলে ঘরের মধ্যে সেগুলি সংবাহিত হয়ে ত্বকের ক্ষতি করতে পারে। তখন আরও বেশি চুলকানি হতে পারে।’’
চিকিৎসকেদের মতে, দৈনন্দিন জীবনে গরমের হাত থেকে স্বস্তি পেতে এসিকে সম্পূর্ণ ভাবে দূরে থাকা সম্ভব নয়। তবে নিয়ন্ত্রিত ব্যবহার ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। অতিরিক্ত এসির ব্যবহারে, ত্বক শুষ্ক হয়ে গেলে সে ক্ষেত্রে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করলে উপকার পাওয়া যায়।
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি









