ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৫:২০:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়: স্বপ্নরা যেখানে সত্যি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ২৪ মে ২০২৫ শনিবার

হার্ভার্ডের আঙিনায় প্রথম দাতা জন হার্ভার্ডের একটি ব্রোঞ্জের স্ট্যাচুরও দেখা মিলবে।

হার্ভার্ডের আঙিনায় প্রথম দাতা জন হার্ভার্ডের একটি ব্রোঞ্জের স্ট্যাচুরও দেখা মিলবে।

বারাক ওবামা, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, হেনরি কিসিঞ্জার, বিল গেটস, জন এফ কেনেডি, টি এস ইলিওট কিংবা মার্ক জাকারবারগ– এমন অন্তত শ’খানেক দুনিয়া বদলে দেয়া মানুষের নাম বলতে গেলে তার সাথে একটি বিশ্ববিদ্যালয়ের নাম অনায়াসে চলে আসে।

উপরের উল্লেখিত ব্যক্তিবর্গের মধ্যে কেউ গ্র্যাজুয়েট আবার কেউবা ড্রপ আউট। কিন্তু তাতে কি! সফল জীবনের প্রতিটি মুহূর্তে তাঁরা এই “আলমা ম্যাটারের” অবদান অকপটে স্বীকার করেছেন।

বলছিলাম বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কথা। এইবার একটি ছোটখাটো পরিসংখ্যান বলি।

ইউনাইটেড স্টেটসের ৮ জন প্রেসিডেন্ট এই বিশ্ববিদ্যালয়ে তাঁদের পড়ালেখার পর্ব চুকিয়েছেন।

পুরো দুনিয়া জুড়ে অন্তত ৬২ জন বিলিয়নিয়ার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আরও আছেন ১৫৮ জন নোবেল বিজয়ী!

এর সাথে যোগ করো আরও ১০টি অস্কার, ৪৮টি পুলিৎজার পুরস্কার , ১০৮টি অলিম্পিক মেডেল।

এই স্কলার তৈরির কারখানা নিয়েই আজকের পুরো লেখাটি সাজিয়েছি।

ভেরিটাস হার্ভার্ডঃ
রোমান মিথোলোজিতে ভেরিটাস শব্দের অর্থ সত্য। আর ভেরিটাস হলেন সত্যের দেবী।

১৬৩৯ সালে ভেরিটাস মূলমন্ত্র নিয়ে যাত্রা শুরু করে নিউ “কলেজ” যার মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টীয় চার্চের যাজকদের শিক্ষিত করে গড়ে তোলা।

শুরুতে এর নাম “হার্ভার্ড” ছিল না। তাহলে হার্ভার্ড নামটা আসলো কোথা থেকে?

জন হার্ভার্ড থেকে Harvard University (হার্ভার্ড বিশ্ববিদ্যালয়):
জন হার্ভার্ড ছিলেন এই বিদ্যাপীঠেরই একজন ছাত্র। তিনি চার্লসটাউনের মন্ত্রী ছিলেন। ১৬৩৮ সালে মৃত্যুর আগে তাঁর সম্পদের প্রায় অর্ধেক (৭৯৯ ডলার) এবং তাঁর তৈরি করা বিশাল বইয়ের সংগ্রহ তিনি প্রিয় “নিউ কলেজের” জন্য দান করে গেলেন। পরবর্তীতে ১৬৩৯ সালে জন হার্ভার্ডের নাম অনুসারে নিউ কলেজের নাম রাখা হোল “হার্ভার্ড কলেজ”।

এরপরে প্রায় চারশো বছরের টাইমলাইন পেরিয়ে সেই হার্ভার্ড কলেজই হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রের  ম্যাসাচুসেটসের ক্যামব্রিজে অবস্থিত সেরাদের সেরা ক্রিমসন কালারের  “হার্ভার্ড ইউনিভার্সিটি”।

“সবই বুঝলাম কিন্তু ক্রিমসন কালার কেন?”

ক্রিমসন হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির অফিসিয়াল কালার। আর হার্ভার্ডিয়ানদের স্পোর্টস টিমের একটি ডাক নামও আছে। সেটি হোল “হার্ভার্ড ক্রিমসন”।  

হার্ভার্ড মেডিকেল স্কুলঃ
হার্ভার্ড মেডিকেল স্কুল হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুল। মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বর মেডিকেল স্কুল হচ্ছে হার্ভার্ড মেডিকেল স্কুল। ১৭৮২ সালে এই মেডিকেল স্কুল এর যাত্রা শুরু হয়।  মিশন হিলের লংউড মেডিকেল এরিয়ার এই মেডিকেল স্কুলে একেবারে শুরুর দিকে কোনো টিউশন ফি দেয়া লাগত না! শিক্ষার্থীরা ৫/৬টি লেকচারের জন্য টিকেট কিনতেন এবং সেই টিকেট দেখিয়ে বসে যেতেন লেকচার শুনতে!  

হার্ভার্ড মেডিকেল স্কুলের কয়েকটি যুগান্তকারী সাফল্য-

হার্টের ভাল্বের প্রথম সফল সার্জারি।
প্রথম সফল কিডনি ট্রান্সপ্লান্ট।
পুড়ে দগ্ধ হয়ে যাওয়া মানুষদের জন্য প্রথম আর্টিফিশিয়াল স্কিন।
অপারেশনের সময় ব্যাথা নিয়ন্ত্রণের জন্য অ্যানেসথেসিয়ার প্রথম সফল প্রয়োগের দৃষ্টান্ত কিন্তু হার্ভার্ড মেডিকেল স্কুলের দখলে।
এমন আরও অনেকগুলো যুগান্তকারী অর্জনের মাধ্যমে নিজেদের বার বার সেরাদের সেরা প্রমাণ করেছে হার্ভার্ড মেডিকেল স্কুল!

হার্ভার্ড বিজনেস স্কুলঃ 
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে হার্ভার্ড বিজনেস স্কুল বোস্টনে অবস্থিত। এখানে এমবিএ প্রোগ্রাম, ডক্টরাল প্রোগ্রাম এবং আরও অনেকগুলো  উপায়ে এক্সিকিউটিভ পড়াশোনার সুযোগ রয়েছে। এমবিএ প্রোগ্রামের জন্য আন্তর্জাতিক পত্রিকা “Financial Times” এর মতে সাড়া বিশ্বে এর রেঙ্কিং পাঁচ নম্বর । ১৯০৮ সালে প্রতিষ্ঠিত এই বিজনেস স্কুলে ১০টি একাডেমিক ইউনিট রয়েছে।

আমেরিকার ৪৩তম রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশসহ আরও অনেক বড়সড় ব্যাক্তিবর্গ এই বিজনেস স্কুলের গ্র্যাজুয়েট!

বাংলাদেশ থেকে হার্ভার্ডঃ
বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমিয়েছেন। এদের মধ্যে আছেন তারিক আদনান মুন। কুষ্টিয়া জিলা স্কুলে বাংলা মাধ্যমে পড়াশোনা করেন মুন। এইচএসসি এর পরে পড়ালেখার সুযোগ পান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। তিনি কিন্তু আন্তর্জাতিক গনিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ মেডেল জয়ী! গণিতের প্রতি অগাধ ভালোবাসা আর গণিতের জন্য শ্রম তাঁর হার্ভার্ডে পড়ার স্বপ্নকে অনেকটাই সহজ করে দিয়েছিল। সিলিকন ভ্যালীতে বন্ধুরা মিলে একটি স্টার্ট আপও শুরু করে দিয়েছেন ইতোমধ্যে।