ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২৩:০৩:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬ প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার

হ্যাটট্রিক জয়ের প্রত্যাশা ইংলিশদের

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ১৫ অক্টোবর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলমান বিশ্বকাপে আজ নিজেদের তৃতীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান। এর আগে বিশ্বকাপের দুই আসরে আফগানদের বিপক্ষে বড় জয় তুলে নেয় ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় জয় তুলে নিতে চান ইংলিশরা। এ লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবেন জস বাটলাররা। অন্যদিকে ইংল্যান্ডকে হতাশ করে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের মুখ দেখার স্বপ্নে বিভোর আফগানরা। বিশ্বকাপে টানা ১৪ ম্যাচে হারের রেকর্ড তাদের। এই হারের বৃত্ত থেকে বের হতে চান তারা। দিল্লিতে বাংলাদেশ সময় ২টা ৩০ মিনিটে শুরু হবে দুই দলের ম্যাচটি। বাংলাদেশ বেতার ম্যাচটির চলতি ধারাবিবরণী সম্প্রচার করবে।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৫ সালের বিশ্বকাপে সিডনিতে ৯ উইকেটে এবং ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের আসরে ম্যানচেস্টারে ১৫০ রানের বড় ব্যবধানে আফগানিস্তানকে হারিয়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপের তৃতীয় সাক্ষাৎ আজ তাদের। এ বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। আহমেদাবাদে নিজেদের প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে যায় তারা। অবশ্য নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দলটি। ধর্মশালায় বাংলাদেশকে ১৩৭ রানে হারিয়ে জয়ে ফেরেন বাটলাররা। অন্যদিকে এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় হারে হতাশ আফগানরা। হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্য তাদের। গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৪০ রানের ইনিংস খেলা ইংলিশ ওপেনার ডেভিড মালান জানিয়েছেন, ‘প্রথম ম্যাচের ধাক্কা সামলে আমরা জয়ের পথে ফিরছি। এই ধারাটা অব্যাহত রাখতে চাই। আফগানিস্তানের বিপক্ষেও নিজেদের সেরা ক্রিকেট খেলতে মুখিয়ে আছে দল। আগ্রাসী ক্রিকেটে আফগানদের ধরাশায়ী করার পরিকল্পনা আছে আমাদের। পরিকল্পনাগুলো ঠিকঠাক কাজে লাগলে জয় অসম্ভব কিছু না।’

ইনজুরির কারণে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ডের সেরা অলরাউন্ডার বেন স্টোকস। আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারছেন না স্টোকস। এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি। আগামী ২১ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। ওই ম্যাচের জন্য স্টোকসকে প্রস্তুত করছে ইংলিশদের টিম ম্যানেজমেন্ট। মালান জানান, ‘ইনজুরি থেকে সুস্থ হচ্ছে স্টোকস। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও তাকে বিশ্রাম দেয়া হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য স্টোকসকে পুরোপুরি ফিট রাখতে চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট।’ বাংলাদেশের কাছে ৬ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে আফগানিস্তান। পরের ম্যাচে স্বাগতিক ভারতের কাছে পাত্তাই পায়নি তারা। ম্যাচের ৯০ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ হারে রশিদ-নবিরা। আফগানিস্তান দলের প্রধান কোচ ইংলিশম্যান জনাথন ট্রট জানান, ‘বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই আমরা হেরেছি। হারের বৃত্ত থেকে আমাদের বের হতে হবে। তিন বিশ্বকাপ মিলিয়ে ইতোমধ্যে টানা ১৪টি ম্যাচ হেরেছে আফগানরা। এ জন্য জয়ের জন্য পুরো দল ক্ষুধার্ত হয়ে আছে। ইংল্যান্ডকে হারিয়ে জয়ের ক্ষুধা মেটাতে চায় ছেলেরা।’
ইংল্যান্ড দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।

আফগানিস্তান দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর রহমান, নূর আহমেদ, ফজল হক ফারুকি, আবদুল রেহমান ও নাভিন-উল হক।