ঢাকা, শনিবার ৩১, জানুয়ারি ২০২৬ ১৩:৪৬:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ ভোট ছাড়াই ফেরত এসেছে ১১ হাজার পোস্টাল ব্যালট আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ২৪ এপ্রিল ২০২৪ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম। ভালো মানের বা ২২ ক্যারেটেরে প্রতি ভরি স্বর্ণে দাম কমেছে ২ হাজার ১০০ টাকা। এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৯০ টাকা। এর আগে এ মানের স্বর্ণের দাম ছিল প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা।

আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ বিকেল ৪টা ৫০ মিনিট থেকে নতুন দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ২০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপা ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা দাম ১ হাজার ২৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে, গতকাল মঙ্গলবার স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। কাল ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়। এর আগে এ মানের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা। গতকাল বিকেল ৪টা থেকে এই দাম কার্যকর হয়েছিল।