ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ১১:০২:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভারী বর্ষণে মহাসড়কে ধস, চীনে ২৪ প্রাণহানি রাজবাড়ীতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ এভারকেয়ারের সিসিইউতে ভর্তি খালেদা জিয়া মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা মদিনায় ভারি বৃষ্টিতে বন্যা, রেড অ্যালার্ট জারি দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু ভর্তি পরীক্ষায় ব্যর্থ, পদ্মায় ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা

অপপ্রচার মোকাবেলা করে আমাদের চলতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ২১ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একটি গোষ্ঠী চাল নেই, লবণ নেই বলে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ ভালো আছেন। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। তারপরও একটি গোষ্ঠী মানুষের মধ্যে বিভান্তি সৃষ্টি করতে চাচ্ছে। এইসব মোকাবেলা করে আমাদের চলতে হবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে ২০১৯-২০ সালের সশস্ত্রবাহিনীর শান্তিকালীন সেনা/নৌ/বিমান বাহিনী পদক ও অসামান্য সেবা পদকপ্রাপ্ত সদস্যদের পদক দেয়া হয়।

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে, প্রতিটি মানুষের মৌলিক অধিকার পূরণে আমরা কাজ করে যাচ্ছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যেন ভালো থাকে; সেই লক্ষ্যে আমরা নানা কর্মসূচি গ্রহণ করছি। যাদের ঘর নেই তাদের ঘর দিচ্ছি। যাদের জমি নেই তাদের জমি দিচ্ছি। গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম ও আশ্রয়ণ প্রকল্প করার মাধ্যমে অনেককে পুনর্বাসন করছি।

শেখ হাসিনা বলেন, গরিবের সন্তানরা যেন ভালো ভাবে লেখাপড়া করতে পারে; সেই জন্য বৃত্তি-উপবৃত্তি দিচ্ছি। বিনা পয়সায় ছেলে-মেয়েদের বই দেয়া হচ্ছে। আজকের শিক্ষার্থীরা যাতে লেখাপড়া শিখে মানুষ হতে পারে; তারা যেন এই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারে; সেই জন্যই আমরা এই কাজগুলো করছি।

সারাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রী বলেন, আপনারা আপনাদের সন্তান ও নাতি-পুতিদের কাছে মুক্তিযুদ্ধের গল্প বলবেন। তারা যেন মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার পাশাপাশি দেশকে ভালোবাসতে পারে। যুদ্ধ করে আমরা এই দেশ স্বাধীন করেছি। বাঙালি বীরের জাতি, এই কথা যেন নতুন প্রজন্মের সন্তানরা জানতে পারে। ভবিষৎ প্রজন্ম বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। কারণ আমরা বীরের জাতি। বঙ্গবন্ধু তার ৭ মার্চের ভাষণে বলেন, বাঙালি জাতিকে কেউ দাবায়ে রাখতে পারবে না।

এছাড়া দেশের যেখানে গণকবর রয়েছে; সেগুলো চিহ্নিত করতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।

-জেডসি