আজ শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৭ এএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
দীর্ঘ একযুগের বিরতি শেষে আবারও শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মঞ্চে ফিরছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা। রোববার (২৮ ডিসেম্বর) সারাদেশে একযোগে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে চার দিনব্যাপী এই পরীক্ষা আয়োজন করেছে শিক্ষা বোর্ডগুলো।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা সূত্রে জানা গেছে, দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো আয়োজিত এই পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, বিতরণ এবং কেন্দ্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে শিক্ষা বোর্ডগুলো।
নীতিমালা অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট পাঁচটি বিষয়ে মূল্যায়ন করা হবে। বিষয়গুলো হলো— বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়। এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা নেওয়া হবে। সব মিলিয়ে মোট ৪০০ নম্বরের ওপর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর রোববার বাংলা (বিষয় কোড ১০১), ২৯ ডিসেম্বর সোমবার ইংরেজি (১০৭), ৩০ ডিসেম্বর মঙ্গলবার গণিত (১০৯) এবং ৩১ ডিসেম্বর বুধবার বিজ্ঞান (১২৭) ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য সময় নির্ধারণ করা হয়েছে পৃথকভাবে ১ ঘণ্টা ৩০ মিনিট করে। ফলে ওই দিন মোট তিন ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সব প্রশ্ন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের আলোকে প্রস্তুত করা হয়েছে।
অন্যদিকে, এবছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় পরীক্ষার্থীরা অনুমোদিত ৮ মডেলের সায়েন্টিফিক নন–প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এর মধ্যে পরীক্ষার্থীরা ক্যাসিও (Casio) ব্র্যান্ডের নন–প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW মডেল ব্যবহার করতে পারবে। এ ছাড়াও সাধারণ (নন–সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।
অনুমোদিত মডেলের বাইরে অন্য কোনো প্রোগ্রামেবল বা নিষিদ্ধ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না বলেও জানিয়েছে ঢাকা বোর্ড।
- ছড়িয়ে পড়ল শিল্পার আপত্তিকর ছবি, নিলেন বড় পদক্ষেপ
- প্রথম বলে উইকেটের পর মিতব্যয়ী সাকিব
- মায়ের জন্য দোয়া চাইলেন সুনেরাহ
- মেয়েকে নিয়ে পাগলা মসজিদে ছুটে এলেন শেফালী
- পুকুরে ধরা পড়ল ৮ কেজি ওজনের কাকিলা মাছ
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান সৈনিকের রেকর্ড ছুঁলেন রোনালদো
- পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নরের মৃত্যু
- ‘বাংলা একাডেমিকে অধিকতর জনবান্ধব হতে হবে’
- ডায়াবেটিস রোগীরা যেভাবে রোজা রাখলে ক্ষতি হবে না
- আজ শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা
- যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি
- শীতে রান্নাঘরে তেলাপোকা তাড়ানোর উপায়
- খালেদা জিয়া অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ
- প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ
- ‘হাদি হত্যাকাণ্ডের নির্ভুল চার্জশিট দাখিল করা হবে ৭ জানুয়ারির পর’
- শীতে আদা-লেবুর চা খেলে কী হয়?
- অ্যাপ সমস্যায় কী করবেন
- ‘শুধু লোক বদলে দিলে দেশ বদলাবে না’
- ৪ বিদেশি খেলানোর অপেক্ষায় চট্টগ্রামের অধিনায়ক
- ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
- পলিথিন ঘেরা ঘরে দিন কাটছে মা-ছেলের
- এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা
- এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান
- ভোটার তালিকায় নাম উঠল জাইমা রহমানের, সঙ্গে ছিলেন জোবাইদা
- ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি ৮ ফ্লাইট
- মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ
- তারেক রহমানের প্রত্যাবর্তনে আশার আলো দেখছেন বাঁধন
- নদীর তীরে কাদার মধ্যে মিলল ২৩ কেজির কোরাল
- মা হচ্ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি
- ফরিদপুরে কনসার্টে বিশৃঙ্খলা, যা বললেন জেমস







