ঢাকা, বৃহস্পতিবার ১৮, এপ্রিল ২০২৪ ১৩:৫৭:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই দেশ আরও উন্নত হতো টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ, বাড়ছে জ্বর-ডায়রিয়া কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় সুচি কৃষকরাই অর্থনীতির মূল শক্তি: স্পিকার মধ্যপ্রাচ্যের দিকে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

এবছর আগেই দেখা মিললো কাঞ্চনজঙ্ঘার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবছর বেশ খানিকটা আগেই দেখা দিলো হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতচূড়া কাঞ্চনজঙ্ঘা। প্রায় দেড়শ’ কিলোমিটার দূরে দাঁড়িয়ে সেই মায়াবী ডাকে সাড়া দিতে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জড়ো হতে শুরু করেছেন ভ্রমণপ্রিয় মানুষ।

শরতের হালকা শীতের মেঘ সরিয়ে মায়াবী কাঞ্চনজঙ্ঘা উদ্ভাসিত হয়েছে হিমালয়ের বিশালতায়। এখান থেকে দূরত্ব ১৩৫ কিলোমিটার হলেও দেখ মনে হয়, যেন প্রবহমান মহানন্দা নদের উল্টো পাড়েই প্রতিবিম্ব ফেলে দাঁড়িয়ে আছে। চোখ জুড়িয়ে নিতে তেঁতুলিয়ার সরকারি বাংলোতে জড়ো হতে শুরু করেছেন সৌন্দর্য পিপাসুরা। তারা ভিড় করছেন এ জেলার বিভিন্ন হোটেল-মটেলেও। 

গত কয়েক দিন ধরে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে দেখা যাচ্ছে এই পর্বতশৃঙ্গ। আবহাওয়া ভালো থাকা ছাড়াও পরিবেশ পরিস্কার থাকার কারণে এবার কিছুটা আগেভাগেই দৃশ্যমান হয়েছে কাঞ্চনজঙ্ঘা। সাধারণত এটি অক্টোবরে দৃশ্যমান হয়। 

গতবারের মতো এবারও বিভিন্ন প্রান্তের দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত স্থানীয় প্রশাসন। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র শাহ বলেন, আমাদের যে হোটেলগুলো আছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সেগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। 

মাঝে মধ্যেই রঙ বদলায় কাঞ্চনজঙ্ঘা। কখনও লাল, কখনও কমলা আবার কখনও হয়ে ওঠে কালো। যে রঙই থাকুক কাঞ্চনজঙ্ঘা নয়নাভিরাম হয়ে ওঠে উত্তরের নীল আকাশ। মন কেঁড়ে নেয় আগতদের।

কাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিম ও নেপাল জুড়ে অবস্থিত। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৮,৫৮৬ মিটার বা ২৪, ১৬৯ ফুট।

কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি আকর্ষণ। ভারতের অন্যতম শৈল শহর দার্জিলিং, ঘুম বা কালিম্পংয়ের প্রধান আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা।

জানা গেছে, শুধু পঞ্চগড়ই নয়, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার কয়েকটি এলাকা থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এসব জেলা থেকে গত বছরের আগে কখনো এই পর্বতশৃঙ্গটি দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।

পঞ্চগড়ের বাসিন্দা হেনা দাশ বলেন, প্রতি বছরই শেষ দিকে আমাদের জেলা থেকে কম বেশি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সাধারণত অক্টোবরের মাঝামাঝি থেকে দেখা যায়। কিন্তু এই বছর বেশ আগেই  এই সেপ্টেম্বরেই দেখা মিলেছে পরিষ্কারভাবে।