ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ১৮:০৫:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

এলপি গ্যাসের দাম কমল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১০ পিএম, ৩ আগস্ট ২০২৫ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দামও প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (৩ আগস্ট) নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সাড়ে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৩২৬ টাকা, ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৫৯২ টাকা, ১৬ কেজির ১ হাজার ৬৯৮, ১৮ কেজির সিলিন্ডার ১ হাজার ৯১০ টাকা, ২০ কেজির ২ হাজার ১২২ টাকা, ২২ কেজির ২ হাজার ৩৩৪ টাকা, ২৫ কেজির ২ হাজার ৬৫৩, ৩০ কেজির ৩ হাজার ১৮৩ টাকা, ৩৩ কেজির ৩ হাজার ৫০২ টাকা, ৩৫ কেজির ৩ হাজার ৭১৪ টাকা এবং ৮৫ কেজির সিলিন্ডার ৪ হাজার ৭৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে, গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।