ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ১৮:৫৫:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির চিঠি ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ আজ সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

ওয়ানডে বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধন আজ

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ৪ অক্টোবর ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পর্দা উঠছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপের। এর আগে যৌথভাবে ভারতের মাটিতে হলেও এবারই প্রথম, এককভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে দেশটি। উদ্বোধনীতে তাই চমকের অপেক্ষায় গোটা বিশ্ব। দর্শকদের নাচ-গানে মাতিয়ে রাখতে প্রস্তুত বলিউড তারকারাও। তবে গুঞ্জন আছে বাতিল হতে পারে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১- এই তিন আসরেরও আয়োজন করে ভারত। তবে সেগুলো যৌথভাবে। ক্রিকেটের গ্রেটেস্ট শো-অন আর্থের ৪৮তম বছরে এসে প্রথমবার এককভাবে আয়োজক কপিলদেব-শচিন টেন্ডুলকারের দেশ।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জাঁকজমকপূর্ণ উদ্বোধনী আয়োজন করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তবে দর্শকদের চমকে দিতে অনুষ্ঠানটির কোনো তথ্য এখনও দেয়নি বিসিসিআই।

তবে সংবাদ মাধ্যমগুলো বলছে, উদ্বোধনী চমকে থাকছেন বিশ্ব কাঁপানো বলিউড তারকারা।

গানে গানে দর্শকদের মাতাতে আসছেন কিংবদন্তির কন্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক মহাদেভান,  কন্ঠশিল্পী  শ্রেয়া ঘোষাল, অরিজিত সিং।

নাচ পরিবেশনায় থাকছেন বরুণ ধাওয়ান, রণবীর সিং ও তামান্না ভাটিয়ার মতো তারকারাও। লেজার-শো ও আতজবাজিতে তুলে ধরা হবে ভারতের ইতিহাস এবং ঐতিহ্যও।

উদ্বোধনীতে খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে থাকছেন ১০ দলের অধিনায়করা।