ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ২০:২৮:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির চিঠি ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ আজ সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

কলকাতায় দুর্গাপূজার কাউন্ট ডাউন শুরু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:২৮ এএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার

ভারতের কলকাতায় দুর্গাপুূজার কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে৷ আর মাত্র ৯৯দিন৷ শুধু কলকাতা নয় প্রতি বছর বিদেশে প্রবাসী বাঙালিরাও এই উৎসবে মেতে উঠে৷ ইতিমধ্যেই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে কুমারটুলিতে৷

 

কলকাতার কুমোরটুলির শিল্পীদের তৈরি দুর্গাপ্রতিমার খ্যাতি আজ দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে৷ বর্তমানে কুমারটুলির দুর্গা প্রতিমা বিশ্বের ৫০টির বেশি দেশে যাচ্ছে৷ ১৯৮৪ সালে প্রতিমা শিল্পী গোরা চাঁদ পাল এর তৈরি করা মাটির দুর্গা প্রতিমা প্রথমে লন্ডনে পাড়ি দেয়৷ সেই শুরু যা আজও চলছে৷ তবে এখন মাটির দুর্গা প্রতিমার পরিবর্তে ফাইবারের তৈরি দুর্গা প্রতিমা ভিন দেশে যাচ্ছে৷ প্রতি বছরই বিদেশে কুমারটুলির দুর্গা প্রতিমার চাহিদা বাড়ছে৷

 

এবছর আমেরিকা, দুবাই, বেলজিয়াম, রাশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, মালয়েশিয়া, ইতালি, সুইডেন, আফ্রিকাসহ ৫০টির বেশি দেশে যাচ্ছে কুমারটুলির শিল্পীদের তৈরি দুর্গাপ্রতিমা৷ গত বছর প্রায় ১০০টি ফাইবারের তৈরি দুর্গাপ্রতিমা বিভিন্ন দেশে গিয়েছে৷  এর মধ্যে প্রশান্ত পালের তৈরি প্রায় ১০টি ফাইবারের তৈরি দুর্গাপ্রতিমা বিদেশে যাচ্ছ৷

 


কুমারটুলির প্রতিমা শিল্পীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় হলেন প্রশান্ত পাল,সনাতন রুদ্রপাল,প্রদীপ রুদ্রপাল, কালাচাঁদ রুদ্রপাল, তপন রুদ্রপাল,প্রদ্যোৎ পাল,সুজিত পাল,নবকুমার পাল,সৌমেন পাল প্রমুখ৷ পুরুষদের পাশাপাশি কুমারটুলিতে প্রায় ১০জন মহিলা প্রতিমাশিল্পী রয়েছেন৷ এরা হলেন সোমা পাল,চম্পা পাল,মিতালি পাল,কাকলি পাল প্রমুখ৷

 

এতসব সত্বেও কুমারটুলির কিছু সমস্যার কথা শোনালেন কুমারটুলির মৃৎশিল্প সংস্কৃতি সমিতির সম্পাদক বাবু পাল, এই মূহুর্তে বড় সমস্যা প্রতিমা তৈরির মাটির৷ প্রতি বছর শহরতলি থেকে যে পরিমাণ মাটি আনা হতো, স্থানীয় কিছু মানুষের বাঁধায় এ বছর তা আনা যাচ্ছে না৷ যদিও ডায়মন্ড হারবার থেকে প্রতিমা তৈরির মাটি এনে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে৷ এছাড়া জিএসটি বসাতে প্রতিমা তৈরির খরচ অনেক বেড়ে গিয়েছে৷



কুমারটুলি এখন আর প্রতিমা তৈরির স্থান নয়, একটি পর্যটন কেন্দ্র, প্রতি বছর পূজার আগে দেশ বিদেশের অসংখ্য পর্যটক এই কুমারটুলিতে আসেন৷