কাপাসিয়ায় সবুজ অর্থনৈতিক অঞ্চল গড়তে চান রিমি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৩ রবিবার
আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এবং দলের সভাপতিমন্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি।
কাপাসিয়ায় কৃষিভিত্তিক সবুজ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি এই উপজেলার ২৩১টি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে চান গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এবং দলের সভাপতিমন্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি।
তিনি বলেন, ‘কৃষিজাত পণ্য উৎপাদন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং শিক্ষিত ও বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিই থাকবে প্রধান লক্ষ্য। এছাড়াও কাপাসিয়ার যুব সমাজকে জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। যারা উন্নত রাষ্ট্র গঠনের কাজে নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
এক সাক্ষাতকারে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি এইসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
ছোট ভাই সোহেল তাজ পদত্যাগ করলে ২০১৩ সালে উপনির্বাচনে সিমিন হোসেন এ আসনে বিজয়ী হন। এরপর ২০১৪ সাল ও ২০১৮ সালের নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য হন। চুতুর্থবারের মতো এ আসনে লড়ছেন সিমিন হোসেন।
তিনি বলেন, ‘উদ্ভিজ্জ অর্থনীতির এক ভান্ডার কাপাসিয়া। এর আনাচ কানাচে ছড়িয়ে আছে ফল-ফসলের এক প্রাকৃতিক আধার। এই এলাকায় কেবল ফল চাষে নির্ভর করেই জীবিকা নির্বাহ করছে অনেক পরিবার। একে কাজে লাগিয়ে আমরা কাপাসিয়ায় একটি ‘সবুজ অর্থনীতি’ তৈরি করে মডেল উপজেলা হিসেবে একে গড়তে চাই।’
তিনি বলেন, ‘আমরা প্রত্যেককে খুশি দেখতে চাই। এখানে উন্নয়ন হলে কেবল আওয়ামী লীগের লোকজন সুবিধা ভোগ করবে, তা নয়, সবাই উপকৃত হবে। দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।’
তাজউদ্দীন আহমদের কন্যা বলেন, নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ কাপাসিয়া গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে। এই লক্ষ্যে শিক্ষার্থী তরুণদের বিভিন্ন ধরণের খেলাধুলায় সক্রিয় করা এবং বইপড়ায় আগ্রহী করে তোলার পাশাপাশি যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে।
বিজয়ী হলে কাপাসিয়াকে সারাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে জানিয়ে সিমিন হোসেন বলেন, ‘কাপাসিয়াকে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। যেখানে সকল মানুষের তথ্যের জন্য ডাটাবেজ তৈরি করা হবে। যে যে ধরনের কাজে যোগ্য হবে, তাকে সেই ধরনের কাজে যুক্ত করা হবে। তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেটে আউটসোর্সিং করে অর্থ উপার্জনের মাধ্যমে জীবন জীবিকা গড়ে তোলার লক্ষ্যে উদ্যোক্তা তৈরি করা হবে।’
অনেক চেষ্টা শেষে কাপাসিয়া উপজেলাকে মাতৃমৃত্যু শূন্য কোটায় আনতে পেরেছি উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলা। মাতৃমৃত্যু কমাতে কাপাসিয়া মডেল বাস্তবায়নে গর্ভবতী মায়েদের ঝুঁকি, বয়সসহ ২৭ ধরনের তথ্য নিয়ে গড়ে তোলা হয়েছে তথ্যভান্ডার (ডেটাবেইস সফটওয়্যার), যা গর্ভবতীর আয়না নামে পরিচিত। এর পাশাপাশি আছে গর্ভবতীর গয়না নামের একটি স্বাস্থ্য নির্দেশিকা।
তিনি বলেন, গর্ভবতীর আয়না ও গর্ভবতীর গয়নার সমন্বয়ে চলছে মাতৃমৃত্যুমুক্ত এই কার্যক্রম। দরিদ্র গর্ভবতীর চিকিৎসা সহায়তার জন্য ‘মানবিক সহায়তা তহবিল’ নামে একটি তহবিল গঠন করা হয়েছে। বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধসহ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতি ছয় মাস অন্তর ইউনিয়ন ভিত্তিক ‘গর্ভবতী মা সমাবেশ’ আয়োজন করা হয়।
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি









