ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৪:১৪:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

কোমোরোস দ্বীপপুঞ্জ: আফ্রিকার ছোট্ট স্বাধীন রাষ্ট্র

ট্রেস জফি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২১ মে ২০২৫ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কমোরোস দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে অবস্থিত কতগুলি দ্বীপ নিয়ে গঠিত একটি স্বাধীন রাষ্ট্র। দেশটি মোজাম্বিক চ্যানেলের উত্তর প্রান্তে মোজাম্বিক থেকে ২৯০ কিলোমিটার দূরে এবং মাদাগাস্কার থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত।  

দেশটির আয়তন কত ২,২৩৫ বর্গ কিঃ মিঃ। দেশটির জনসংখ্যা ৭,৮০,৯৭১ জন। মাথাপিছু আয় ১৫০০ মা. ডলার। দেশটির ভাষা আরবি, ফ্রেঞ্চ। জনসংখ্যা বৃদ্ধির হার  ১.৭৭%।
মুদ্রার নাম কসোরিয়ান ফ্রাস্ক এবং সাক্ষরতার হার ৭৭.৮%।

কোমোরোসের প্রেসিডেন্ট ইকেলিও ডোইন (২৬ মে ২০১১- বর্তমান)। সরকার প্রধানের নাম ইকেলিও ডোইন। পার্লামেন্টের নাম অ্যাসেম্বলি অব দ্যা ইউনিয়ন।

ফ্যান্সের কাছ থেকে কোমোরোস স্বাধীনতা লাভ করে ১৯৭৫ সালের ৬ জুলাই। এর পর থেকেই দেশটি একটি স্বায়ত্তশাসিত এলাকা হিসেবে কাজ করছে। একই বছর কোমোরোস দ্বীপপুঞ্জের চারটি দ্বীপের তিনটি ফরাসি ঔপনিবেশিক শাসন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এগুলো হল ঞ্জাজিজা (বা বৃহৎ কোমোর দ্বীপ), ঞ্জাওয়ানি এবং মোয়ালি। 

কমোরোস দ্বীপপুঞ্জের রাজধানী মোরোনি ঞ্জাজিজা দ্বীপে অবস্থিত। কমর রাষ্ট্র দ্বীপপুঞ্জের চতুর্থ দ্বীপ মায়োতের উপর সার্বভৌমত্ব দাবী করলেও দ্বীপটি এখনও একটি ফরাসি শাসনাধীন এলাকার মর্যাদাপ্রাপ্ত। ইসলাম ধর্ম কমোরোস দ্বীপপুঞ্জের রাষ্ট্রধর্ম।

কোমোরোসের সামরিক বাহিনীর নাম আর্মে নাসিওনাল দ্য দেভেলপমঁ। এটিতে একটি ক্ষুদ্র স্থলসেনাবাহিনী, ৫০০ সদস্যবিশিষ্ট পুলিশ বাহিনী এবং ৫০০ সদস্যবিশিষ্ট প্রতিরক্ষা বাহিনী আছে। ফ্রান্স কোমোরোসের নৌ প্রতিরক্ষা প্রদান করে, সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয় এবং আকাশপথ নজরদারির কাজ করে। কোমোরোস সরকারের অনুরোধে এখানে ফ্রান্সের একটি ছোট সামরিক দলের ঘাঁটি আছে।