ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ১০:৫২:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

খাগড়াছড়ির ইউপি চেয়ারম্যানকে অপসারণ

খাগড়াছড়ি প্রতিনিধি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোল্লা চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার অপসারণের বিষয়টি জানানো হয়।

এর আগে জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ দাখিলের প্রেক্ষিতে চলতি বছরের ৭ জুলাই তাকে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছিল।

জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১৪জন সদস্য জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদারদের বিলের ফাইল আটকে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ আনেন।

অভিযোগের পর মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগমের স্বাক্ষরে জারি করা আদেশে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

পরে তদন্তে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যুগ্ম সচিব অতুল সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত ৩০ জুলাই খাগড়াছড়ি সার্কিট হাউসে জেলা পরিষদের সদস্য ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে। ৩১ আগস্ট অনাস্থা প্রস্তাবের ওপর তদন্ত সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় মঙ্গলবার (১৪ অক্টোবর) জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণের সিদ্ধান্ত জানায়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়েছিল।