ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২০:৫৩:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট তিনি জন্মগ্রহণকারী এই নেত্রী ৮০ বছর পেরিয়ে ৮১-তে পা দেবেন।

দেশের রাজনীতির ইতিহাসে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মুসলিম বিশ্বে পাকিস্তানের বেনজির ভুট্টোর পর কোনো দেশে তিনিই দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী।

খালেদা জিয়ার জন্মদিন আজ অনাড়ম্বরভাবেই পালিত হচ্ছে।

গৃহবধূ থেকে সময়ের প্রয়োজনে রাজনীতিতে এসেছেন বেগম খালেদা জিয়া। অথচ রাজনীতির তার চলার পথ মোটেই কুসুমাস্তীর্ণ ছিল না। রাজনীতির বাঁকে বাঁকে বাধা-বিপত্তি অতিক্রম করে তিনি এগিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া ১৯৭৭ সালে বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে জাতীয়ভাবে পরিচিত হন। ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের (হত্যা) পর বিএনপির সদস্য হন। ১৯৮২ সালে এরশাদের সামরিক অভ্যুত্থানের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথের আন্দোলনে নেতৃত্ব দেন।