ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ১০:২৪:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বজ্রপাতে বসতঘরে আগুন, ঘুমের মধ্যে মা-ছেলের মৃত্যু এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ থেকে স্কুল কলেজ খোলা সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট ৬০ টাকার নিচে মিলছে না সবজি, মাছ-মাংসে আগুন আরও ২ দিন দাবদাহের পূর্বাভাস

গোপালগঞ্জে ৪১০ হেক্টর জমিতে সরিষা আবাদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০১ এএম, ১০ জানুয়ারি ২০২৪ বুধবার

গোপালগঞ্জে ৪১০ হেক্টর জমিতে সরিষা আবাদ

গোপালগঞ্জে ৪১০ হেক্টর জমিতে সরিষা আবাদ

গোপালগঞ্জে গত বছরের তুলনায় এ বছর সরিষার আবাদ ৪১০ হেক্টরে বেড়েছে। গত ২০২২-২০২৩ অর্থ বছরে গোপালগঞ্জে ৪ হাজার ৫৭০ হেক্টরে সরিষার আবদ হয়েছিল। আর এবছর ৪ হাজার ৯৮০ হেক্টরে সরিষার আবাদ হয়েছে। সে হিসেবে এই জেলায়  ৪১০ হেক্টরে সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে।

গত বছর ৪ হাজার ৫৭০ হেক্টরে  উৎপাদিত হয়েছিল ৫ হাজার ৯৪১ টন সরিষা। এ বছর  ৪ হাজার ৯৮০ হেক্টরে  ৬ হাজার ৪৭৪ টন সরিষা উৎপাদিত হবে। গত বছরের তুলনায় এ বছর ৫৩৩ মেট্রিক টন সরষিা বেশি উৎপাদিত হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার  সরদার এসব তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বাসসকে বলেন,  এ বছর  গোপালগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৫৮৫ হেক্টরে, মুকসুদপুর উপজেলায় ১ হাজার ৬১৩ হেক্টরে, কাশিয়ানী উপজেলায় ১ হাজার ১৯০ হেক্টরে, কোটালীপাড়া উপজেলায় ২৫৭ হেক্টরে ও টুঙ্গিপাড়া উপজেলায় ৩৩৫ হেক্টরে সরিষার আবাদ হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু বলেন, চলতি অর্থ বছরে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় ৬ হাজার ২০০ জন কৃষককে বিনামূল্যে প্রণোদনার সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি ও  ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।

জানা গেছে, মোট ৬ হাজার ২০০ কেজি সরিষার বীজ, ৬২ হাজার কেজি ডিএপি ও ৬২ হাজার কেজি এমওপি সার দিয়ে কৃষক ৬ হাজার ২০০ বিঘা জমিতে সরিষার আবাদ করেন। এ কারণে গোপালগঞ্জ জেলায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। এ বছর সরিষার  ফলনও বেশি হবে। এতে ভোজ্য তেলর আমদানী নির্ভরতা কিছুটা হলেও কমাবে। কৃষক সরিষার ভালো দাম পেয়ে লাভবান হবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, এ বছর আবহাওয়া সরিষা আবাদের অনুকূলে ছিল। তাই কৃষক সদর উপজেলার ১ হাজার ৫৮৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছে। ক্ষেতে পোকা-মাকড়ের আক্রমন হয়নি। ক্ষেতে এখন পর্যন্ত সরিষা ভাল দেখা যাচ্ছে।  প্রাকৃতিক দুর্যোগ না হলে, সরিষার বাম্পার ফলন হবে বলে ধারণা করা হচ্ছে।