চাঁদপুরে জমে উঠেছে জমজমাট নির্বাচনী প্রচারণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ৪ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
দ্বাদশ জাতীয় সংসদ র্নিবাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে ইলিশের জেলা চাঁদপুরে। এখন প্রার্থীরা রাত-দিন গণসংযোগে পথসভা ও উঠান বৈঠক করে ব্যাস্ত সময় পার করছেন। দেখা গেছে বুধবার সকাল থেকে রাত অবধি প্রার্থীরা নিজ-নিজ প্রচারণা চালাচ্ছেন।
চাঁদপুর সদর আসনের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইব্রাহিমপুর ইউনিয়নে নির্বাচনী উঠোন বৈঠকে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, শেখ হাসিনার সরকার ঘরে-ঘরে শতভাগ বিদ্যুৎ দিয়েছেন, চাঁদপুরে মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেরিন একাডেমি, আধুনিক নৌ-টার্মিনালসহ ব্যাপক উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে এ অঞ্চলের বেকার যুবকরা চাকরি পাবে। আগামীতে আরো উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন। নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারে উঠান বৈঠক ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দীপু মনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, চাঁদপুর সদর আসনে ৫ লাখ ৯ হাজার ভোটার। আপনারা বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট চাইবেন।
এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও কচুয়া আসনে নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদ উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া বাজারে গণসংযোগ শেষে পথসভায় বলেছেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন, এই নির্বাচন আমাদের অর্থনীতি রক্ষার নির্বাচন, আমাদের অর্থনীতি রক্ষা পেলে আমরা এই দেশের সকল মানুষ ভালো থাকবো।
তিনি বলেন, জননেত্রীর শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে সারাদেশের মানুষ উদগ্রীব হয়ে আছে। আমি জননেত্রী শেখ হাসিনার একজন প্রতিনিধি। এই নৌকার মালিক আমি নই, এই নৌকার মালিক জাতির পিতা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা।
একই দিনে তিনি কালচোঁ, সাদিপুরা, চাঁদপুর, নলুয়া, আকানিয়া এলাকায় পৃথক গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।
অপরদিকে, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে বারবার পাঠিয়েছেন। আপনারা আমাকে প্রতিনিধি হিসেবে জয়যুক্ত করেছেন। এই নৌকার মালিক আপনারা, আমি আপনাদের পক্ষে নৌকাকে ধারণ করি। এই নৌকা বঙ্গবন্ধুর, এই নৌকা স্বাধীনতার প্রতীক।
আওয়ামী লীগের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এলাকায় বিদ্যুৎ ছিল না এলাকায় ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। অসংখ্য রাস্তা ঘাট ব্রিজ-কালভার্ট নির্মাণ করেছি। আপনাদের জন্য দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করেছি। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে জীবনের শেষ দিনটি পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাবো।
তিনি বলেন, কোন অপশক্তি বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না। রাষ্ট্র ও জননেত্রী শেখ হাসিনার জন্য আপনাদের এক একটি ভোট গুরুত্বপূর্ণ তাই ঘরে বসে থাকবেন না, কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
এছাড়াও, চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী মো. সফিকুল আলম ফিরোজ ট্রাক প্রতীকে ভোট চেয়ে উপজেলার রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে গণসংযোগ এবং পথসভা করেছেন। এসময় তিনি বলেন, জননেত্রী সুযোগ দিয়েছেন বলেই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা দুর্দিনে জানবাজী রেখে সংগঠন করেছি। এবার জননেত্রী শেখ হাসিনা আমাদের উম্মুক্তভাবে ভোটাধিকারের স্বাধীনতা দিয়েছেন।
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি









