ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৬:০১:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

চীন থেকে ব্যবসা গুটিয়ে ভারতে যেতে আগ্রহী ২০০ মার্কিন সংস্থা

অর্থনীতি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

চীন থেকে ব্যবসা গুটিয়ে ভারতে যেতে আগ্রহী ২০০ মার্কিন সংস্থা

চীন থেকে ব্যবসা গুটিয়ে ভারতে যেতে আগ্রহী ২০০ মার্কিন সংস্থা

চীন থেকে ব্যবসা গুটিয়ে ভারতে চলে যেতে ইচ্ছুক প্রায় ২০০ মার্কিন সংস্থা। ভারতকেই উৎপাদনকেন্দ্র হিসাবে বেছে নিতে চায় তারা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলাপ-আলোচনা শুরু হয়ে গেছে। খবর আনন্দবাজার পত্রিকা

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সবকিছু ঠিকঠাক এগোলে নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। চীন থেকে ব্যবসা সরিয়ে কী ভাবে ভারতে নেওয়া যায়, তা নিয়ে ইতিমধ্যই ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম (ইউএসআইএসপিএফ)-এর সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছে ওই সংস্থাগুলি।

ইন্দো-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা মজবুত করাই মূল লক্ষ্য ইউএসআইএসপিএফ-এর। সংস্থার প্রেসিডেন্ট মুকেশ আঘি জানিয়েছেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বাণিজ্য বিভাগের প্রাক্তন মার্কিন সহযোগী মার্ক লিন্সকট ইউএসআইএসপিএফ সদস্য সংস্থাগুলির সঙ্গে এ নিয়ে কথা বলছেন। রফতানি বাড়াতে ভারতের তরফে কী কী পদক্ষেপ করা যেতে পারে, আলাপ আলোচনার মাধ্যমে তার একটি রূপরেখা তৈরি করছেন তিনি। গোটা প্রক্রিয়াটা যাতে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়, এবং দ্রুত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, নভেম্বরে নয়া সরকার গঠিত হলে, তাদের সামনে তারা সেই সুপারিশ করবেন বলে জানিয়েছেন আঘি।