ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১২:১৭:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনের বাকি ৫৩ দিন, সামনের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ! ‘সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি’ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন

জোহরা তাজউদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৪ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ ২০ ডিসেম্বর। ২০১৩ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

জোহরা তাজউদ্দীন ১৯৭৫-এর ১৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেছিলেন। মৃত্যুকালে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন তিনি।

১৯৩২ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন জোহরা তাজউদ্দীন। তিনি আইয়ুববিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেছিলেন। ১৯৫৯ সালে তাজউদ্দীন আহমদের সঙ্গে বিয়ে হলে স্বামীর রাজনৈতিক জীবনের সহযোদ্ধায় পরিণত হন জোহরা তাজউদ্দীন।

জোহরা তাজউদ্দীন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি। বেগম সুফিয়া কামালের সঙ্গে নারী মুক্তি আন্দোলনেও রেখেছেন অগ্রণী ভূমিকা। জোহরা তাজউদ্দীন আফ্রো-এশীয় গণসংহতি পরিষদেরও সহসভাপতি ছিলেন।

জোহরা তাজউদ্দীনের চার ছেলে-মেয়ের মধ্যে সিমিন হোসেন তৎকালীন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী। ছেলে তানজিম আহমদ সোহেল তাজ ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।