জকসুতে প্রার্থী হচ্ছেন সেই খাদিজা
জবি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৭ এএম, ১ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাইবার নিরাপত্তা আইনের মামলায় ১৫ মাস কারাভোগ করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।
শুক্রবার রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। কোনো প্যানেল থেকে প্রার্থী হবেন, নাকি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন- এ বিষয়ে সিদ্ধান্ত নেননি বলে জানান তিনি। তবে বিভিন্ন দল ও প্যানেল তাকে প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব করছে বলে জানিয়েছেন খাদিজা।
খাদিজাতুল কুবরা বলেন, বিভিন্ন দল ও প্যানেল আমাকে তাদের প্যানেলে প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব করছে। আমি এখনো কাউকে নিশ্চয়তা দেয়নি। প্রথমে এসব প্যানেলের সঙ্গে আমি কথা বলছি। বুঝার চেষ্টা করছি, তাদের কী লক্ষ্য এবং উদ্দেশ্য কী। যাদের সঙ্গে আমার ম্যান্ডেট মিলে যাবে, তাদের প্যানেলেই যাব।
ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচন করার বিষয়ে গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে খাদিজাতুল কুবরা বলেন, আমি এখনো সিদ্ধান্ত নেইনি। ছাত্রদলের সঙ্গেও আমার কথা হয়েছে। আমি পরে বিবেচনা করে সিদ্ধান্ত নিব। খুব দ্রুত আমি নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিব।
নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান ও চিকিৎসা সেবার নিশ্চয়তা এবং একাডেমিক মানোন্নয়নে গুরুত্ব দেবেন বলে জানান তিনি।
খাদিজা বলেন, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন, বৃত্তি সুবিধা নিশ্চিতকরণ, হল ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নের চেষ্টা করব। ইতোমধ্যে আমি কিছু প্রাইভেট মেডিকেল কলেজের সঙ্গে কথা বলেছি। যাতে সেখানে তারা কম খরচে মেডিকেল টেস্ট করাতে পারে। তাছাড়া পুরান ঢাকার অস্বাস্থ্যকর পরিবেশ, পড়াশোনার চাপ ও আর্থিক অনটনে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করব।
দীর্ঘ ১৫ মাস জেল জীবনের স্মৃতিচারণ করে জবির এই শিক্ষার্থী বলেন, আমি হাসিনাকে ফ্যাসিস্ট বলার কারণে কারাভোগ করেছি। আমি একজন মজলুম ব্যক্তি। তাই আমি নির্বাচিত হয়ে মজলুমের পক্ষে কাজ করব। কেউ শিক্ষক বা সিনিয়র দ্বারা মুখ খুলতে (মতপ্রকাশ) বাধাগ্রস্ত হয়ে থাকে, আমি তার পক্ষে থাকব। কোনো শিক্ষকের বিরুদ্ধে কথা বললে নাম্বার কমায় দিবে, এই ভয়ের সংস্কৃতি ভাঙ্গার চেষ্টা করব। আমার ভাই বা বোন হোক, তাদের যেকোনো সমস্যায় যেকোনো সময় আমাকে পাশে পাবে।
খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
ছাত্রদলের প্যানেল থেকে আলোচিত শিক্ষার্থী খাদিজাতুল কুবরার প্রার্থী হওয়ার গুঞ্জন নিয়ে শাখা ছাত্রদল আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সঙ্গে কথা হয়। তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, আমরা একটি ইনক্লুসিভ প্যানেল দেওয়ার চেষ্টা করছি। তবে কে বা কারা প্যানেলে থাকবে, এখনই তা ঘোষণা করছি না।
২০২০ সালের অক্টোবরে অনলাইনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বক্তব্য প্রচার এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ এনে খাদিজাতুল কুবরা ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কলাবাগান এবং নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ। একটি ইউটিউব চ্যানেলে মেজর (অব.) দেলোয়ার হোসেনের সঙ্গে লাইভ টকশো হোস্ট হিসেবে বক্তব্য দেওয়ার জেরে এই মামলা করা হয় খাদিজার বিরুদ্ধে। এ মামলায় প্রায় ১৫ মাস কারাভোগ করেন খাদিজাতুল কুবরা। বর্তমানে তিনি জবির নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থী।
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- পরোয়ানার ২ ঘণ্টার মধ্যে জামিন সিমিন রহমানের
- ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধন
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- নতুন বছরে বাজারে এলো ৪ ডিভাইস
- আজ মেঘলা থাকবে রাজধানী ঢাকার আকাশ
- দেশের নারী ভোটার: ৬.২৮ কোটি, মোট ভোটারের অর্ধেক
- নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা
- আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি
- ‘বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর’
- মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম জমার সময় বাড়ল
- ভোটের মাঠে তাসনিম জারার নতুন প্রচার কৌশল
- গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারণার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
- সারাদেশে প্রচারণার উৎসব
- ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০
- একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে: তারেক রহমান
- শাকিবের বাবা হওয়ার গুঞ্জনে যা বললেন অপু বিশ্বাস
- পোস্টাল ভোট কী, কারা দিতে পারবেন এবং যেভাবে আবেদন করবেন
- খৈ খৈ মারমাকে বাড়ি দিচ্ছে জেলা প্রশাসন









