ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ১:১৭:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

জনবল নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত পাঁচ ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেয়া হবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগ্রহীরা এই ওয়েবসাইটের (http://ird.teletalk.com.bd/home.php) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৬ মে পর্যন্ত।

যেসব পদে লোক নেয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এ পদে দুইজনকে নেয়া হবে। বেতন ধরা হবে ১১,০০০-২৬,৫৯০ টাকা। প্রার্থীর স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে।

কম্পিউটার অপারেটর পদে ৪ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীর বিজ্ঞান বিভাগের বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে। এ পদের জন্য বেতন স্কেল- ১১,০০০-২৬,৫৯০ টাকা।

ক্যাশিয়ার পদে নিয়োগ দেয়া হবে একজনকে। প্রার্থীর বাণিজ্য বিভাগের বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল- ১০,২০০-২৪,৬৮০ টাকা।

ক্যাশ সরকার পদে একজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস হতে হবে। বেতন স্কেল- ৯,০০০-২১,৮০০ টাকা।

এছাড়া, অফিস সহায়ক হিসেবে ৯ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। বেতন স্কেল- ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনকারীর বয়স ১ এপ্রিল সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে শুধু মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

১-৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।