ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৩:৪৫:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৩৭ হাজার ৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ১ জুন ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সম্পৃক্ত ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য ৩৭ হাজার ৫১ কোটি টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মোট বাজেটে জলবায়ু সম্পৃক্ততার হার ৮.৯৯ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বাজেটে জলবায়ু সম্পৃক্ত বরাদ্দ ছিল ৩৭ হাজার ২’শ ১৯ কোটি টাকা  যা মোট বাজেটের ৯.৯৮ শতাংশ।  

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে “টেকসই উন্নয়নে জলবায়ু অর্থায়ন” শীর্ষক প্রতিবেদনে এই বাজেট প্রস্তাবনা পেশ করেন। বাজেট বক্তৃতায় তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরে জলবায়ু সম্পৃক্ত ২৫টি মন্ত্রণালয়/বিভাগের মোট বরাদ্দ আমাদের জাতীয় বাজেটের শতকরা ৫৪.০৯ ভাগ। 

তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরে মোট জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বরাদ্দ ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত জলবায়ু সম্পৃক্ত বরাদ্দের তুলনায় ১৬৭.২৩ কোটি টাকা কম হলেও একই অর্থবছরে মূল বাজেটের তুলনায় ৪ হাজার ৬’শ ৪৩ কোটি টাকা বেশি। 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় যাত্রা শুরু করার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উভয় ধরনের জাতীয় নীতি ও আইন গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশ জলবায়ু আর্থিক কাঠামো (সিসিএফ), বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল এবং কর্ম পরিকল্পনা, জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-২০৫০) এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০। 

বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান (বিসিসিএসএপি), ২০০৯ হালনাগাদ প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এর আগে ছয়টি বিষয়ভিত্তিক ক্ষেত্র নিয়ে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছিলো। তবে নতুন পরিকল্পনায় এগারোটি বিষয়ভিত্তিক ক্ষেত্র চিহ্নিত করে বিসিসিএসএপি হালনাগাদ করা হবে।     

অর্থমন্ত্রীর ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তৃতা পর্যালোচনা করে দেখা গেছে, বিসিসিএসএপি’র ৬টি থিমেটিক এরিয়ার মধ্যে “খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য” খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে যা জলবায়ু সম্পৃক্ত মোট বরাদ্দের ৪২ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে “অবকাঠামো” খাতে। এ খাতে বরাদ্দের হার ২৯ শতাংশ। অন্যান্য থিমেটিক এরিয়াগুলো যেমন, “প্রশমন ও লো-কার্বন ডেভেলপমেন্ট” খাতে ১৩ শতাংশ; “সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা” খাতে ৭ শতাংশ; “দক্ষতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারকরণ” খাতে ৬ শতাংশ এবং “গবেষণা ও নলেজ ম্যানেজমেন্ট” খাতে ৩ শতাংশ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।   

জলবায়ু সম্পৃক্ত মন্ত্রণালয়গুলো হলো; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌ-পরিবহন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। 

“টেকসই উন্নয়নের জন্য জলবায়ু অর্থায়ন” শীর্ষক এই বাজেট প্রতিবেদন বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক জলবায়ু বাজেট প্রতিবেদন। ২০১৮-১৯ অর্থবছর থেকে অর্থ মন্ত্রণালয় জলবায়ু সম্পৃক্ত ২৫টি মন্ত্রণালয়/বিভাগের জন্য পৃথক বাজেট প্রতিবেদন উপস্থাপন করে আসছে।