ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ২০:৫৪:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

ঝিনাইদহে নারী-শিশুসহ ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ১৪ জুন ২০২৫ শনিবার

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে আজ নারী শিশুসহ ১৬ জনকে পুশ ইন করে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে আজ নারী শিশুসহ ১৬ জনকে পুশ ইন করে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে নারী শিশুসহ ১৬ জনকে পুশ ইন করে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃত ১৬  বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের কুমারীপাড়া বিএসএফ সদস্যরা ১৬ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তের ভেতর থেকে আটক করে।

আজ শুক্রবার রাতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুশ ইন হওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু।

বিজিবি জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীন কুমারিপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বাঘাডাংগা কোম্পানির খোসালপুর বিওপি কমান্ডারকে ১৬ বাংলাদেশিকে আটকের বিষয়ে জানান।

পরে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিকদের ফেরত নিতে বিজিবিকে অনুরোধ করে পতাকা বৈঠক আহ্বান করে। বিএসএফ ও বিজিবির দ্বিপাক্ষিক আলোচনার লক্ষ্যে বিকাল সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৬০/৮৫-আর (পিলার) এর নিকটে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে ১৬ বাংলাদেশিকে ফেরত নেয় বিজিবি। পুশ-ইনকৃত ১৬ জনকে মহেশপুর থানায় তাদের সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এখনো আমরা এ ধরনের কাউকে পাইনি। হয়ত অফিসিয়াল কার্যক্রম শেষে বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করবে।