ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১২:৫৬:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ রমজানের অর্ধেকেও কমেনি মাছ ও মাংসের দাম ঈদযাত্রা: ৮ এপ্রিলের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে আজ বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

ঢাকার কোন এলাকায় কতজন করোনা রোগী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২১ পিএম, ৮ মে ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছেন আরও ৭০৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ১৩৪ জনে। একই সময়ে সাতজনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে। আর মৃত ব্যক্তিদের মাঝে ৫ জন ঢাকার, বাকি দুইজন অন্য জেলার।তবে সারাদেশের তুলনায় ঢাকা শহরে বেশি বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

শুক্রবার (৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত থেকে সুস্থ বাড়ি ফিরে গেছেন ১৯১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১০১জন।

আইইডিসিআর এর তথ্য মতে রাজধানীর বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা হলো— রাজারবাগ ১৬৫, মিরপুর এলাকা ১৫১, কাকরাইল ১৫০, যাত্রাবাড়ী ১০৬, মোহাম্মদপুর ৮১, মুগদা ৮০, লালবাগ ৭৮, মহাখালী ৭১, উত্তরা ৬৩, মালিবাগ ৬২, বংশাল ৫৮, তেজগাঁও ৫৫, শাহবাগ ৫১, গেন্ডারিয়া ৪৮, মগবাজার ৪৩, ওয়ারী ৪২, বাড্ডা ৪১, খিলগাঁও ৩৯, ধানমন্ডি ৩৮, হাজারীবাগ ৩৮, মিটফোর্ড ৩৮, স্বামীবাগ ৩৬, বাবুবাজার ৩৫, বাসাবো ৩৪, চকবাজার ৩২, গুলশান ৩২, শাঁখারীবাজার ২৮, পুরানা পল্টন ২৭, চাঁনখারপুল ২৭, জুরাইন ২২, টোলারবাগ ১৯, আজিমপুর ১৮, রামপুরা ১৬, কামরাঙ্গীরচর ১৬, সূত্রাপুর ১৬, শান্তিনগর ১৪, টিকাটুলি ১৪, গ্রিন রোড ১২, শ্যামলী ১২, নারিন্দা ১১, আগারগাঁও ১১, গোপীবাগ ১১, লক্ষ্মীবাজার ১০, শাজাহানপুর ১০, কোতোয়ালি ৯, ইস্কাটন ৯, বনানী ৯, নাখালপাড়া ৯, রমনা ৯, ডেমরা ৯, নাজিরাবাজার ৯, বসুন্ধরা আবাসিক এলাকা ৮, কাজীপাড়া ৮, আদাবর ৭, গুলিস্তান ৭, সবুজবাগ ৭, ক্যান্টনমেন্ট ৭, নয়াবাজার ৭, বারিধারা ৭, জিগাতলা ৬, শনিরআখড়া ৬, কল্যাণপুর ৬, কলাবাগান ৬, শেরে বাংলানগর ৬, কদমতলী ৫, ফার্মগেট ৫, শান্তিবাগ ৫, বকশীবাজার ৫, কারওয়ান বাজার ৫, এলিফ্যান্ট রোড ৫, পোস্তগোলা ৫, বেইলি রোড ৪, সায়েদাবাদ ৪, রায়ের বাজার ৪, সিদ্ধেশ্বরী ৪, মাতুয়াইল ৪, তেজতুরী বাজার ৪, শেওড়াপাড়া ৪, মালিটোলা ৪, নবাবগঞ্জ ৪, নিমতলী ৪, সেগুনবাগিচা ৪, সোয়ারীঘাট ৩, পীরেরবাগ ৩, হাতিরপুল ৩, হাতিরঝিল ৩, গোড়ান ৩, খিলক্ষেত ৩, সদরঘাট ৩, গণকটুলি ৩, তাঁতীবাজার ৩, নীলক্ষেত ৩, সেন্ট্রাল রোড ২, ইসলামপুর ২, শাহ আলীবাগ ২, দয়াগঞ্জ ২, ধোলাইখাল ২, জেলগেট ২, আরমানিটোলা ২, কুড়িল ২, মতিঝিল ২, ভাটারা ২, রায়েরবাগ ২, বাংলামোটর ২, মানিকনগর ২, আমিনবাজার ২, আমলাপাড়া ২, কমলাপুর ২, ফকিরাপুল ২, ইব্রাহীমপুর ২, মাদারটেক ২, রাজাবাজার ২, ইসলামবাগ ২, মেরাদিয়া ২, তেজকুনীপাড়া ২, বসিলা ১, বুয়েট এলাকা ১, উর্দু রোড ১, নিকুঞ্জ ১, আশকোনা ১, মানিকদী ১, বেড়িবাঁধ ১, বেগুনবাড়ী ১, ঢাকেশ্বরী ১, নবাবপুর ১, বানিয়ানগর ১, শ্যামপুর ১, বেগমবাজার ১, ফরিদাবাগ ১, কচুক্ষেত ১, সায়েন্সল্যাব ১, শেখের টেক ১, কলতাবাজার ১, মোহনপুর ১, গোলারটেক ১, কাঁঠালবাগান ১, বনশ্রী ১, তুরাগ ১, দনিয়া ১, করাতিটোলা ১, রসুলপুর ১, রূপগঞ্জ ১, আবদুল্লাহপুর ১, বিজয়নগর ১, দক্ষিণখান ১, মান্ডা ১ ও মণিপুর ১ জন।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

-জেডসি