ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৯:৫৬:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

তথ্য অধিকার দিবস:সংকটে নাগরিকের তথ্য অধিকার

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১ উপলক্ষে আর্টিকেল নাইনটিন আজ ’’জনস্বাস্থ্য সংকটে নাগরিকের তথ্য অধিকার’’ শীর্ষক একটি অনলাইন আলোচনা সভা (ওয়েবিনার) আয়োজন করে। বিশ্ববিদ্যালেয়র শিক্ষক-গবেষক, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, তথ্য ও মানবাধিকার কর্মী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২১  এর প্রতিপাদ্য- ‘তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার?’

আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের সভাপতিত্বে ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অফিস অব ফ্যাকাল্টি রিসার্চের অধ্যাপক ও পরিচালক ড. দীন এম সুমন রহমান, একাত্তর টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর মিথিলা ফারজানা এবং প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর্টিকেল নাইনটিনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মরিয়ম শেলী। এতে নাগরিক, সরকার ‍ ও সুশীল সমাজের জন্য আন্তর্জাতিক আইন ও মান অনুসরণ করে আর্টিকেল নাইনটিনের প্রস্তুতকৃত ’কোভিড-১৯ মহামারির মধ্যে জনগণের জানার অধিকার’’ শীর্ষক একটি সহায়িকা (গাইডলাইন) প্রকাশ করা হয়। 

অনুষ্ঠানে আলোচকরা বলেন, তথ্যের অধিকার একটি মৌলিক মানবাধিকার এবং জনস্বাস্থ্য সংকটে সঠিক তথ্যের প্রয়োজনও সবচেয়ে বেশি। জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতির এবং প্রকৃত অবস্থার তথ্য মানুষের কাছে লুকানো যাবে না। জরুরী স্বাস্থ্য তথ্য যত বেশি মানুষকে জানানো যাবে, মানুষ তত বেশি সচেতন হবে, নিজেদের প্রস্তুত করতে পারবে।

অনুষ্ঠানে আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, ‘’মহামারি মোকাবিলায় জনগণকে সম্পৃক্ত করা জরুরি। সবাইকে কথা বলার অধিকার দিলে সামগ্রিক পরিস্থিতি বুঝতে সুবিধা হয় এবং দরকষাকষির পরিবেশ তৈরি হয়। এতে সঠিক সিদ্ধান্ত আসে।’’ 

ইউল্যাবের সাংবাদিকতার অধ্যাপক ড. দীন এম সুমন রহমান বলেন, ‘’মহামারি শুধু জনস্বাস্থ্যের সংকট নয়, সঠিক তথ্যেরও সংকট । অপতথ্য সরবরাহ করা মানবাধিকারের লঙ্ঘন। ডিজিটাল মাধ্যমে যাতে অপতথ্য না ছড়ায় সেজন্য সাংবাদিক ও ব্যবহারকারীদের নিজ উদ্যোগেই ডিজিটাল লিটারেসি (ডিজিটাল মাধ্যম ব্যবহার বিষয়ক মৌলিক জ্ঞান) সম্পর্কে জানতে হবে। ‘’

একাত্তর টেলিভিশনের মিথিলা ফারজানা বলেন, ’’মহামারি আমাদেরকে তথ্যের গুরুত্ব নতুন করে শিখিয়েছে। দুই বছর আগেও দেশের স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ও দুর্নীতির ব্যাপকতা আমরা টের পাইনি। ভুক্তভোগী হওয়ায় সাধারণ মানুষ এখন জানছে, কিছু ক্ষেত্রে কর্তৃপক্ষও এখন ব্যবস্থা নিচ্ছে। ‘’

সভাপতির বক্তব্যে ফারুখ ফয়সল বলেন, ‘’বাংলাদেশে জনস্বাস্থ্য বিষয়ক রিপোর্টিংয়ে সাংবাদিকদের সচেতনতা ও সক্ষমতার ঘাটতি আছে। নিজেদের সুরক্ষিত রেখে কিভাবে মহামারির সময়ে রিপোর্ট করতে হয় তা অনেকের জানা ছিল না। এসব বিষয়ে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।‘’