ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২২:২২:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’ বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে বন্যায় সহায়তা: বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

তৌসিফ-সাদিয়ার ‘অন্ধ বালক’

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চোটে চুরমার হয়েছিল ক্রিকেটার হওয়ার স্বপ্ন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার পথও ছেড়ে এসেছেন অনেক দিন। শেষ পর্যন্ত হয়েছেন পরিচালক। সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ সাসপেন্স ও টুইস্টে ভরপুর গল্পের জন্যই পরিচিত বেশি। নতুন কাজ নিয়ে আসছেন ভিকি। এবারও কি আগের ধারাতেই থাকছেন, নাকি দর্শকের জন্য অপেক্ষা করছে ভিন্ন কোনো স্বাদ? আগামীকালই মিলবে সে প্রশ্নের উত্তর, চরকিতে মুক্তি পাবে ভিকি জাহেদের ফ্ল্যাশ ফিকশন ‘অন্ধ বালক’।

গল্পে কী আছে

গল্পটি লিখেছেন নাজিম-উদ-দৌলা। নির্মাতা মনে করেন, প্রেম ও পরিণতির গল্প হলেও এটির যাত্রাপথ আলাদা। এখানে ভাগ্য, ভবিষ্যদ্বাণী, বিশ্বাস-অবিশ্বাসের টানাপোড়েন রয়েছে। তাই অন্ধ বালক কেবল ভালোবাসার গল্প নয়, ভেতরে লুকিয়ে আছে অনিশ্চয়তার ছায়া। ভিকি জাহেদ বলেন, ‘শর্টফিল্ম থেকেই আমার যাত্রা শুরু, তাই স্বভাবতই চরকির ফ্ল্যাশ ফিকশন প্রজেক্টে আগ্রহী হই। আমার বিশ্বাস, একেবারেই ভিন্ন স্বাদের একটি গল্প দেখতে পাবেন দর্শক। ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুট হয়েছিল।’

অন্ধ বালক-এ অর্ক চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব; দিনা চরিত্রে আছেন সাদিয়া আয়মান। অর্ক-দিনার প্রেমের মাঝখানে হঠাৎই চলে আসে ‘অন্ধ বালক’-এর প্রসঙ্গ। কেননা দিনার বাবা ভবিষ্যদ্বাণী করেছিলেন, মেয়ের সঙ্গে অন্ধ এক তরুণের বিয়ে হবে। বাবার ভবিষ্যদ্বাণীর সূত্রে অর্ক-দিনার সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। দিনার বিশ্বাস এই ফাটলকে আরও গভীর করতে থাকে।

সাদিয়া আয়মান বলেন, ‘ভিকি ভাইয়ের পরিচালনায় এটি আমার প্রথম কাজ। অর্ককে ভালোবাসে দিনা, আবার বাবারও সে ভীষণ বাধ্য সন্তান। বাবার সঙ্গে অর্কর নানা সমীকরণের মধ্য দিয়েই এগিয়ে যেতে থাকে দিনা। দর্শক কনটেন্টটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’ প্রকল্পটি নিয়ে সময়ের আলোচিত এই অভিনেত্রী বলেন, ‘কাজটি গত বছর করেছিলাম। এখনো কনটেন্টটি দেখার সুযোগ হয়নি। তবে তৌসিফ ভাই জানিয়েছেন, আমার কাজ নাকি খুব ভালো হয়েছে।’

তৌসিফ মাহবুবের ভাষ্য, ‘এ গল্পে দারুণ একটা টুইস্ট রয়েছে। বরাবরের মতোই চমৎকার কাজ করেছে সাদিয়া। আমাদের জুটি দর্শক সব সময় ভালোবাসে, এবারও তা হবে বলে আমার বিশ্বাস।’
নির্মাতা জানালেন, কনটেন্টটিতে সাদিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। আছেন শিল্পী সরকার অপু। গল্পে দর্শকের জন্য রয়েছে বিশেষ চমক।

মুক্তির অপেক্ষায়

ভিকি জাহেদের পরিচালনায় আগেও একাধিক কাজ করেছেন তৌসিফ মাহবুব। প্রায় প্রতিবারই চরিত্রে নতুনত্ব এনে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। কিছুদিন আগে মুক্তি পাওয়া ভিকির ‘খোয়াবনামা’য়ও তৌসিফের অভিনয় আলোচিত হয়েছে। অন্যদিকে সাদিয়ার সঙ্গে তাঁর অনস্ক্রিন জুটি বরাবরই পছন্দ করেছেন দর্শক। আগামীকাল বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে চরকিতে দেখা যাবে এই জুটির ‘অন্ধ বালক’। ফ্ল্যাশ ফিকশনটি প্রযোজনা করেছে আলফা-আই ও চরকি।