ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ২:৪৪:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৬ প্রবাসীদের নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার

দীর্ঘ সময় রোজা রাখেন আইসল্যান্ডের মুসলিমরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৪৫ এএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার

সূর্য ওঠার পর আর জল স্পর্শ করা যাবে না। পবিত্র রমজানের এটাই নিয়ম। বিশ্বের সব প্রান্তের মুসলিমরাই এই নিয়ম পালন করেন রমজানের সময়। তবে বিভিন্ন দেশের সুর্যের অবস্থান ও সময়ের হিসেব আলাদা হওয়ায় রোজা ভঙার সময়টাই আলাদা। সাধারণত বাংলাদেশের মত দেশে সন্ধ্যা ৬টার আশেপাশেই রোজা ভেঙে ইফতার গ্রহণ করতে দেখা যায়। তবে এমনও দেশ রয়েছে যেখানে ইফতারের জন্য অপেক্ষা করতে হয় রাত ১১টা পর্যন্ত।

 

এমনই অবস্থা উত্তর মেরুর কাছাকাছি দেশ আইসল্যান্ডে। এখানে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে রোজা পালন করতে হচ্ছে মুসলিমদের।

 

পাকিস্তান থেকে কর্মসূত্রে আইসল্যান্ডে এসেছিলেন সুলেমান। বিবিসি-কে তিনি জানিয়েছেন, প্রায় ২২ ঘণ্টা না খেয়ে থাকতে হয় তাকে। কারণ ইসলাম ধর্ম অনুযায়ী সূর্যাস্ত পর্যন্ত উপবাস করতে হয়। যেহেতু রাত ১১টার আগে সূর্য অস্ত যায় না। তাই না খেয়েই অতক্ষণ থাকেন তিনি। বিশ্বে এই দেশই সবচেয়ে দীর্ঘ সময় ধরে রোজা পালন করে।



সুলেমানের স্ত্রী গর্ভবতী হওয়ায় এবছর রোজা পালন করছে না তিনি। আইসল্যান্ডে প্রায় এক হাজার মুসলিম আছে, যদিও সবাই যে রোজা পালন করে তা নয়। কিন্তু বছরের এই সময়টাতেই দেশটিতে দিন হয় অনেক দীর্ঘ। সূর্য অস্ত যায় রাত প্রায় এগারটায়, আবার উদয় হয় কয়েক ঘণ্টার মধ্যেই অর্থাৎ ভোর চারটার দিকে। হিসেব মত খাওয়ার জন্য ওই কয়েক ঘণ্টাই পাওয়া যায়।

 

সেদেশে একটি কাবাবের দোকান চালান ইয়ামান। খাবার তৈরি করলেও এইসময় চেখে দেখতে পারেন না তিনি। রমজান মাস যখন শেষ হয়ে আসবে তখন, রোজার সময়সীমা বেড়ে ২২ ঘণ্টায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে।