নওগাঁর বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে আম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৮ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
আমের রাজধানী হিসেবে খ্যাত উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ। এখানকার বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে বিভিন্ন জাতের আম। আর কিছুদিনের মধ্যেই পরিপক্ক হবে। এরপর বাজারজাত করবেন চাষিরা। চলতি বছর জেলা থেকে প্রায় এক হাজার ৮৪২ কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, এ জেলায় ২৯ হাজার ৪৭৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। চলতি মৌসুমে সম্ভাব্য আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৬৮ হাজার ৪৩৫ মেট্রিক টন। যেখানে প্রতি হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ দশমিক ৫০ মেট্রিক টন। প্রতি কেজি আম ৫০ টাকা হিসেবে এ বছর এক হাজার ৮৪২ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলাভিত্তিক আম বাগানের পরিমাণ, পরশা উপজেলায় ১০ হাজার ৫২০ হেক্টর, সাপাহারে ১০ হাজার হেক্টর, পত্নীতলায় চার হাজার ৮৬৫ হেক্টর, নিয়ামতপুরে এক হাজার ১৩৫ হেক্টর, সদর উপজেলায় ৪৪৫ হেক্টর, রানীনগরে ১১০ হেক্টর, আত্রাইয়ে ১২০ হেক্টর, বদলগাছীতে ৫২৫ হেক্টর, মহাদেবপুরে ৬৮০ হেক্টর, মান্দায় ৪০০ হেক্টর ও ধামইরহাটে ৬৭৫ হেক্টর।
জেলার সীমান্তবর্তী উপজেলা সাপাহার, পরশা, ধামইরহাট ও নিয়ামতপুর উপজেলার কিছু অংশ বরেন্দ্র এলাকা হিসেবে পরিচিত। বছরে একটিমাত্র বৃষ্টি নির্ভর ফসল আমন ধানের ওপর নির্ভর করতো হতো চাষিদের। পানি স্বল্পতার কারণে অন্যান্য ফসল চাষ করা সম্ভব হতো না। সেসব জমিতে ধানের আবাদ কমিয়ে চাষিরা আম চাষে ঝুঁকছেন। এতে লাভবানও হচ্ছেন তারা।
পরশা উপজেলার ডাহুতি ডাঙ্গাপাড়া গ্রামের আমচাষি জাহিদুর রহমান বলেন, দুই বিঘা জমিতে আম্রপালি জাতের বাগান রয়েছে। ঝড়ে কিছু আম পড়ে গেছে। তবে যা আছে ভালো। এ আম বাজারে আসতে এখনো প্রায় এক মাস সময় লাগবে। ছত্রাক ও পোকা দমন রোধে কীটনাশক স্প্রে করার পাশাপাশি পরিচর্চা করা হচ্ছে। আশা করছি এ বছর ভাল দাম পাবো।
উপজেলার ঘাটনগর কাটারিপাড়া গ্রামের আমচাষি মজিবর রহমান বলেন, আমাদের এলাকা বরেন্দ্রভূমি। একসময় বছরে একটিমাত্র ফসল আমন ধানের আবাদ হতো। সেটাও বৃষ্টির ওপর নির্ভর করতে হতো। গত ১২-১৫ বছরের ব্যবধানে আমাদের উপজেলায় প্রচুর আমবাগান গড়ে উঠেছে। আমে লাভবান হওয়ায় মানুষ এখন ধান ছেড়ে আম বাগান করছেন। আমারও ১০ বিঘা জমিতে আম বাগান রয়েছে। গত বছর করোনাভাইরাসের কারণে ভাল দাম পাওয়া যায়নি। তবে আশা করছি এবার লাভবান হবো।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শামছুল ওয়াদুদ বলেন, এ বছর শুরু থেকে আমের অবস্থা খুবই ভালো। এ বছর প্রায় তিন লাখ ৬৮ হাজার ৪৩৫ মেট্রিক টন লক্ষ্যমাত্রার চেয়ে আম বেশি উৎপাদিত হবে বলে ধারণা করা হচ্ছে। চাষিরাও লাভবান হবেন।
- ‘অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দিও’
- ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬
- খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত
- দ্বীনের পথে চলবেন জানিয়ে নায়িকার পোস্ট, পরে ডিলিট!
- পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের
- যমজ সন্তান জন্ম, মারা গেলেন পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর
- মার্ডার-মিস্ট্রি সিনেমায় সজলের নায়িকা অপু
- ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা-থাইল্যান্ডে মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই
- কাঠমান্ডুতে বড় হারে শুরু সানজিদাদের
- মরণব্যাধি জয় করে বিসিএস ক্যাডার হলেন প্রিয়াংকা
- রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষকদের
- থাইরয়েডের লক্ষণ: অবহেলা করলেই বিপদ!
- মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন পেছাল
- প্রতি রাতে এক কোয়া রসুন খেলে কী হয়?
- খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক
- মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ
- বেশির ভাগ সবজিই ৬০-৮০ টাকার ওপরে
- লিভার ভালো রাখতে যে ৩ খাবার খাবেন
- ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া
- পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
- খালেদা জিয়া জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
- কনার নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন
- বিশৃঙ্খলায় ডুবছে গ্রোকিপিডিয়া
- আরও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
- আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল
- খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান
- খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক
- বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি স্থগিত যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত
- ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই’

