নগদ দেনমোহর : কিছু প্রশ্ন
আজমাল হোসেন মামুন | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৫২ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার
সানজিদা আকতার (ছদ্মনাম) এসএসসি পাস করার পর বিয়ে হয় গ্রামের এক মসজিদের ইমাম ওবাইদুলের সাথে। নাজনিনের বাবা কৃষি অফিসের ব্লক সুপারভাইজার। বিয়েটি ছিলো যৌতুকবিহীন। স্বামী বিয়ের আসরে নগদ দেনমোহর পরিশোধ করে দেন।
নাজনিন আকতারকে মাত্র ৪ হাজার টাকা নগদ দেনমোহর প্রদান করে মৌলভী স্বামী নিজ এলাকা ও শ্বশুরের এলাকায় ব্যাপক প্রশংসিত হন। বিয়ের প্রায় ৬ মাস পরে সামান্য পেটের পীড়া’র কারণে নাজনিন কে স্বামী তালাক দিয়ে দেন। ঘর ভেঙ্গে যায় নাজনিনের। মূলত: কোন অপরাধ ছিলো না তার। কারণ পেটের পীড়ায় আক্রান্ত হতে পারে যেকোন মানুষ। সেজন্য রয়েছে চিকিৎসা। জানা যায়, ঐ মৌলভী সাহেবের পূর্বে অন্যত্র বিবাহ হয়েছিলো। কিন্তু সেখানে পূর্বের স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটানোর সময় ৮৫ হাজার টাকা দেনমোহর দিতে হয়েছে। ফলে সে দ্বিতীয় বিয়েতে নগদ দেনমোহর দিয়েছে মাত্র ৪ হাজার টাকা।
কেস স্টাডি-২: শাহেদ উদ্দীন মাদ্রাসা থেকে কামিল পাস। বিয়ে করে নুরজাহান (ছদ্মনাম) নামের এক গ্রাম্য সুন্দরী নারীকে। তেমন কিছু করে না। ছেলেদের প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করে। বিয়েতে উভয়ের সম্মতিক্রমে মাত্র ৫ হাজার টাকা নগদ মোহর প্রদানের বিনিময়ে বিবাহ হয়। বিয়ের পর নুরজাহানের ঘরে এক ছেলে সন্তান জন্ম লাভ করে। শাহেদ হাসান অন্য একজন নারীর পড়কিয়া প্রেমে জড়িয়ে পড়ে। নুরজাহান প্রতিবাদ জানালে তৎক্ষনাৎ তালাক দেন।
শুধু নাজনিন আকতার ও নুরজাহান নয়, এধরণের বৈষম্যের শিকার হচ্ছে হাজার-হাজার নারী। ফলে অকালে ভেঙ্গে যাচ্ছে নারীর।
বর্তমানে যৌতুকের বিরুদ্ধে দেশব্যাপী সোচ্চার কন্ঠ উচ্চারিত হলেও নারীদের বিয়েতে যৌতুক প্রদানের প্রবাণতা এখনও বন্ধ হয়নি। প্রতিদিন পত্রিকা পাতা খুললে আমরা যৌতুকের কারণে নারীকে বিভিন্ন কায়দায় নির্যাতন করার নিত্য নতুন সংবাদ প্রত্যক্ষ করি। এছাড়াও সাম্প্রতিককালে নারীর উপর নির্যাতন যেমন: নারী পাচার, ধর্ষণ. এসিড নিক্ষেপ, যৌন হয়রানি. অপহরণ, হত্যাসহ বিভিন্ন অপরাধ একেবারে ধবংস হয়ে যায়নি। দেশের প্রায় একশত মানবাধিকার সংগঠন রয়েছে। সংগঠন সমূহ নারীর অধিকার, নারী নির্যাতন, যৌতুক নিরোধসহ বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করছে। সময়ের সাথে-সাথে সৃষ্টি হচ্ছে নতুন কৌশলে নির্যাতন। তার মধ্যে একটি হলো- বিয়েতে নগদ দেনমোহর পরিশোধের নামে স্বল্প দেনমোহর ধার্য্য। নায্য দেন মোহর নির্ধারণ করলে তা হতে পারে নারীর জন্য মর্যাদার বিষয়।
সাধারণত: এখনও গ্রাম-গঞ্জ এলাকায় যৌতুকের ওপর ভিত্তি করে দেনমোহরের পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে। এক দশক পূর্বে বিয়েতে কাবিন করা হতো না, স্বামীর নিকট দেনমোহরানা ধার্য্য করে গ্রামের মৌলভী-মোল্লাদের নিকট সাদা কাগজে লেখা থাকত প্রমাণ স্বরূপ । ফলে অনেক নারীর অকালে বিনা দোষে ঘর ভাঙ্গলেও আদালতে মামলা-মোকাদ্দামা করে খালি হাতে ফিরতে হতো নারীকে। আধুনিক কালে নারীর ক্ষমতায়নের সাথে-সাথে পূর্বের অবস্থা পাল্টে গেছে বটে।
কিন্তু একশ্রেণীর পুরুষ নতুন কৌশলে স্ত্রীদের প্রতি নির্যাতন করছে। বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে হবে সত্যি নারীর অধিকার বাস্তবায়িত হচ্ছে। আসলে নারী নির্যাতিত হচ্ছে। সেটি হচ্ছে- বিয়েতে নগদ দেনমোহর প্রদানের নামে স্বল্প দেনমোহর প্রদান। এতে দেখা যাচ্ছে যে, সামান্য বিষয় নিয়ে স্বামী-স্ত্রী বা পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হলে কথায়-কথায় স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ভয় দেখায়। এতে নারী মানসিকভারে নির্যাতিত হয়ে থাকে। এমনকি কোন নারীর অকালে ঘর ভেঙ্গে যায়। গ্রাম বাংলার মফস্বল অঞ্চল সমূহে এই ধরণের ঘটনা অহরহ ঘটছে। ওসব ঘটনার অধিকাংশ সংবাদ বা চিত্র মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে প্রকাশ পায় না।
অভিভাবকদের বক্তব্য : মনোয়ারা বেগম নামের এক মা জানান, মেয়েদের বিয়েতে স্বল্প দেন মোহর নির্ধারণ করা ঠিক নয়। কারণ স্বল্প দেন মোহর নির্ধারণ করায় বিয়ের মজলিসে তা পরিশোধ করে দেয়। বিয়ের কিছু দিন পর থেকে স্বামী কথায় কথায় তালাকের ভয় দেখাবে, শশুর-শ্বাশুড়ি নির্যাতন করবে। এক সময় ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিলেও আদালতে কিছুই করার থাকে না।
আইন কী বলে:“বিয়েতে নগদ দেনমোহর নারীর ব্যক্তিগত অধিকার। মুসলিম পারিবারিক আইন,১৯৬১, ধারা ১০: এ উল্লেখ রয়েছে- নিকাহনামায় বা বিবাহের চুক্তিতে দেনমোহর ঋণ পরিশোধের পদ্ধতি নির্দিষ্টভাবে উল্লিখিত না থাকলে, দেনমোহরের সমগ্র অর্থ চাওয়া মাত্র দেয় বলে ধরে নিতে হবে।”
শেষকথা: মফস্বল এলাকায় বিয়ের কিছুদিন পূর্বে দেনমোহর নির্ধারণ করে। ধর্মের দোহাই দিয়ে একশ্রেণীর পুরুষেরা বিয়েতে স্বল্প দেনমোহর নির্ধারণ করে তা বিয়ের আসরে পরিশোধ করে সুনাম কুড়ায়। কিন্তু যদি দেনমোহরের পরিমান বেশী হয়, তাহলে স্বামী কথায়-কথায় তালাক প্রদানের ভয় বা তালাক দেওয়া কথা সহজে মাথায় আনবেনা। এ ছাড়াও পরিমাণমত দেন মোহর নির্ধারিত হলে তা সাথে সাথে পরিশোধ করলে নারী সে টাকা দিয়ে বাড়তি কিছু একটা করতে পারবে।
আজমাল হোসেন মামুন : শক্ষিক
- ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
- অ্যামনেস্টির চিঠি: সতর্কবার্তা না কি সুযোগ
- কমেছে স্বর্ণের দাম, কেন বার বার দাম ওঠা-নাম করছে?
- মাঘেই পালিয়েছে শীত, বাতাসে বসন্তের আগমনী বার্তা
- সবজি ও মাছের দামে আবারও চাপ, মাংস স্থিতিশীল
- আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা
- জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স
- মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির চিঠি
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ
- আজ সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীতে অবাধে বিক্রি হচ্ছে শীতের পাখি
- নারী ভোটার পোস্টাল ভোটে সক্রিয়: প্রবাসী নারীরা শীর্ষে
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা
- কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য


