ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৮:২১:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নাটোরে আম সংগ্রহ শুরু শুক্রবার, লিচু ২৫ মে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ এএম, ১৯ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নাটোর জেলায় গাছ থেকে নিরাপদ আম সংগ্রহ কার্যক্রম শুক্রবার (২০ মে) থেকে শুরু হবে। এ ছাড়া নিরাপদ লিচু পাওয়া যাবে বুধবার (২৫ মে) থেকে। ওই দিন লিচু গাছ থেকে সংগ্রহ শুরু হবে।

বুধবার (১৮ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ ও আম ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে জেলা প্রশাসক শামিম আহমেদএই সিদ্ধান্তের কথা জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল রহমান মোহসিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাহমুদুল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, আমচাষি সেলিম রেজা প্রমুখ।

সভায় জাননো হয় ২০ মে থেকে গোপালভোগ আম বাজারে আসার পর ২৫ মে থেকে রাণী পছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে ক্ষীরসাপাত, ৫ জুন থেকে লক্ষণভোগ, ১৫ জুন থেকে মোহনভোগ, ২০ জুন থেকে হাড়িভাঙা, ফজলি ও আম্রপালি, ৩০ জুন মল্লিকা আম, ১০ জুলাই বারি আম-৪, ১৫ জুলাই আশ্বিনা, ১৫ আগস্ট গৌরমতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। অপরদিকে মুজাফফর জাতের লিচু সংগ্রহ ইতোমধ্যে শুরু হলেও ২৫ মে থেকে বোম্বাই জাতের লিচু সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়।

এই সময়সূচির আগে কোনো জাতের আম ও লিচু গাছে পরিপক্ক হলে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে কৃষক বা ব্যবসায়ী গাছ থেকে আম সংগ্রহ করতে পারবেন।