ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ১৮:০৩:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বিশ্বে প্রতি ২০ নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

নিউইয়র্কে শাকিব ও বুবলী, ঘুরছেন ছেলেকে নিয়ে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ৪ আগস্ট ২০২৫ সোমবার

নিউইয়র্কে ছেলেকে নিয়ে ঘুরছেন শাকিব-বুবলী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নিউইয়র্কে ছেলেকে নিয়ে ঘুরছেন শাকিব-বুবলী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবার এক ফ্রেমে দেখা গেল ঢালিউড তারকা শাকিব খান, শবনম বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীরকে।

শাকিব খান কিছুদিন আগেই পৌঁছেছেন নিউ ইয়র্কে। এরপরই কানাঘুষো—ছেলেকে সময় দিতে বুবলীও যাচ্ছেন সেখানে। তবে দিনক্ষণ রেখেছিলেন গোপন। অবশেষে সব জল্পনা থেমে যায় রুজভেলট আইল্যান্ডের শান্ত পার্কে—যেখানে একসঙ্গে দেখা যায় এই তিনজনকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একটি কালো গাড়ি থেকে একসঙ্গে নামছেন শাকিব, বীর ও বুবলী। শাকিবের হাত ধরে হাঁটছে ছোট্ট বীর, পেছনে হাঁটছেন মা বুবলী। দৃশ্যটা নেহাতই পারিবারিক—চোখে-মুখে প্রশান্তি আর ছেলের প্রতি মায়া।

ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জনাকীর্ণ এলাকা এড়িয়ে ছেলেকে নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য রুজভেলট আইল্যান্ডকেই বেছে নিয়েছেন তাঁরা।

এর আগেও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে বেড়িয়েছিলেন শাকিব খান। বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’ এবার সেই একই আবেগে ভর করেই, ছোট ছেলে বীরের জন্যও রচিত হচ্ছে এমনই এক স্মৃতি।

এই সফরে কয়েক দিনের জন্য বীরকে কাছে পাচ্ছেন শাকিব। মাস শেষ হওয়ার আগেই দেশের মাটিতে ফিরবেন তিনি। তবে তার আগে, বাবা-ছেলের এই নিরালাভরা সময়ের গল্পটুকু রয়ে যাবে স্মৃতির অ্যালবামে।