ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ২০:০৫:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

নিপুণ ও রুমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

নিপুণ রায় চৌধুরী (বাঁয়ে) ও আরিফা সুলতানা রুমা

নিপুণ রায় চৌধুরী (বাঁয়ে) ও আরিফা সুলতানা রুমা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নাশকতার একটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমার রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সাত দিন রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

এ সময় আদালত আগামী ১০ কার্যদিবসের মধ্যে যে কোনো একদিন তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। শুনানির সময় কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়।

আসামিপক্ষের আইনজীবী নিপুণ রায়ের বাবা অ্যাডভোকট নিতাই রায় চৌধুরী ও আইনজীবী সানাউন্নাহ মিয়াসহ অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। এ সময় নিপুণ রায়ের শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ নভেম্বর এই দুই আসামিকে পল্টন থানায় নাশকতার আরেক মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২২ নভেম্বর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আজ আরেকটি মামলায় রিমান্ড আবেদন করে পুলিশ।

গত ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের অন্তত ২০ জন এবং বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় পুলিশ তিনটি মামলা দায়ের করে। ওই মামলাতে গত ১৫ নভেম্বর ৩৮ জনকে ৫ দিনে রিমান্ডে পাঠান আদালত। একইসঙ্গে অপর ২৭ আসামির রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।