রাকসু নির্বাচন
নিশার প্রথম অঙ্গীকার নারীবান্ধব ক্যাম্পাস গঠন
রাবি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৩১ আগস্ট ২০২৫ রবিবার
মোছা. নিশা আক্তার। ছবি : সংগৃহীত
দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মঞ্চে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি এবার নারীরাও রাকসু নির্বাচনে মনোনয়নের মাধ্যমে অংশ নিতে আগ্রহ প্রকাশ করছেন। বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোছা. নিশা আক্তার নারী বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম মনোনয়ন তুলেছেন।
নিশা আক্তার বলেন, ‘রাকসু হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের একমাত্র প্ল্যাটফর্ম। বিশেষ করে নারীরা বিশ্ববিদ্যালয়ে নানা সংকট ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তাই তাদের কণ্ঠস্বর হয়ে আমি রাকসুতে অংশ নিচ্ছি।’
নিশা আক্তার জানান, তিনি নির্বাচিত হলে নারীদের সুবিধার জন্য কাজ করবেন। বিশেষ করে হলের বাইরে থাকা নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থা, ক্যান্টিন ও অন্যান্য সুযোগ-সুবিধার উন্নয়ন, নারী নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা, নারীদের চলাফেরার স্বাধীনতা এবং নেতৃত্ব বিকাশের উপর গুরুত্বারোপ করবেন।
তিনি আরও বলেন, ‘আমি নারী শিক্ষার্থীদের কণ্ঠস্বর হলেও পুরুষ শিক্ষার্থীদের সহযোগী হিসেবে কাজ করবো। নারী-পুরুষ মিলিয়ে রাকসুর প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর।’
নিশা আক্তার রাকসুতে আসার কারণ হিসেবে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। যেমন নিরাপত্তার অভাব, বহিরাগতদের দ্বারা ইভটিজিং, মেস মালিকের হয়রানি। প্রসবকালে শিক্ষার্থীরা ক্লাসে আসতে পারেন না, অথচ মেডিকেল সেন্টারে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার নেই। এছাড়া স্যানিটারি ন্যাপকিনের জন্য ভেন্ডিং মেশিনের অভাব, নিরাপদ পানীয় জল ও খাবারের সমস্যা রয়েছে।’
তিনি নারী শিক্ষার্থীদের রাকসুতে অংশগ্রহণ কম হওয়ার কারণও তুলে ধরেন। ‘নারীরা রাকসুকে রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করে, পুরনো রাজনৈতিক তিক্ততা ও সাইবার বুলিংয়ের ভয়ে তারা প্রচারণায় অনাগ্রহ দেখাচ্ছেন। প্রশাসন নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারেনি, ফলে অনেকে প্রার্থী হতে ভয় পাচ্ছেন।’
নিশার মতে, রাকসু হলো নেতৃত্ব বিকাশের অন্যতম হাতিয়ার। নারীরা রাকসুতে নেতৃত্ব দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এছাড়া রাকসু শিক্ষার্থীদের রাজনীতি ও দেশের জন্য ভাবতে শেখায়।
চাকসু নির্বাচনে সুখবর পেলো নারীরাচাকসু নির্বাচনে সুখবর পেলো নারীরা
তার নির্বাচনী ইশতেহারেও রয়েছে বেশ কয়েকটি মূল দিক-
* আবাসিক হলের সংকট নিরসন, রিডিং রুম, ভেন্ডিং মেশিন ও মেডিকেল সেন্টার সংস্কার।
* বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ক্লাসরুম সংকট মোকাবেলা।
নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
* নারীদের অবাধ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।
* নারী নিপীড়ন প্রতিরোধে বিশেষ সেল গঠন এবং নারীবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার।
* জাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশজাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ।
নিশা আক্তার বলেন, ‘রাকসুতে যারা নেতৃত্ব দেবেন, তারাই ভবিষ্যতের রাজনৈতিক নেতৃত্ব গড়ে তুলবেন। আমি নারীদের জন্য নিরাপদ ও উন্নত পরিবেশ গড়ার কাজ করব। শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করাই আমার প্রথম অঙ্গীকার।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে নিশার এই উদ্যোগ ও উদ্যোগিতাকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে। নির্বাচনী মাঠে নারীদের অংশগ্রহণ বাড়িয়ে রাকসুকে আরও গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক করার আশা ব্যক্ত করছেন সবাই।
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি











