নীলফামারীর তিস্তা সেচ প্রকল্প এলাকায় বোরোর আবাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৩ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
নীলফামারী জেলার তিস্তা সেচ প্রকল্প এলাকায় দিগন্তজোড়া বোরো আবাদ। এবারে প্রকল্পটির পানি পর্যাপ্ততা সুযোগ ঘটিয়েছে ও দিগন্তজোরা আবাদের।
পানির এমন পর্যাপ্ততায় চলতি বোরো মৌসুমে ৫৩ হাজার জমিতে সেচ সুবিধা দিতে পারছে প্রকল্পটি। এতে করে নীলফামারীসহ পার্শ্ববর্তী রংপুর ও দিনাজপুর জেলার ১২ উপজেলায় বাড়তি উৎপাদন হবে তিন লাখ ৮ হাজার মেট্রিক টন ধান। যার বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা।
ওই ১২ উপজেলার মধ্যে রয়েছে নীলফামারীর সদর, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা, দিনাজপুর জেলার চিরিরবন্দর, পার্বতীপুর, খানসামা উপজেলা, রংপুর জেলার সদর, তারাগঞ্জ, বদরগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলা। প্রকল্পের টারশিয়ারী ও সেকেন্ডারী মিলে ৭৬০ কিলোমিটার সেচ খালের মাধ্যমে এসব উপজেলায় সেচ প্রদান করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, এবার সর্বোচ্চ পরিমান জমিতে সেচ সুবিধা প্রদান করা হচ্ছে। পরীক্ষামূলক সেচের মাধ্যমে প্রকল্পটি শুরু হয় ১৯৯৫-৯৬ অর্থ বছরে। এর পর ২০০৩ সাল থেকে সীমিত আকারে কার্যক্রম শুরু করে ২০১৬ সালে বোরো মৌসুমে ১০ হাজার হেক্টর, ২০১৭ সালে ৮ হাজার হেক্টর, ২০১৮ সালে ৩৫ হাজার হেক্টর, ২০১৯ সালে ৪০ হাজার হেক্টর, ২০২০ সালে ৪১ হাজার হেক্টর জমিতে সেচ প্রদান করা হয়।
২০২১ সালে ৪০ হাজার হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে পানির পর্যাপ্ততায় ৫৩ হাজার হেক্টরে সেচ প্রদান করা হয়। ২০২২ সালে ৫৩ হাজার হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেচ অব্যাহত রাখা হয়েছে। প্রতি বিঘা জমির সেচ সুবিধার জন্য কৃষদেরকে পরিশোধ করতে হয় ১৬০ টাকা। এতে করে প্রতি একর জমির সেচের মূল্য পরিশোধ করতে হয় ৪৮০ টাকা। আর ওই সেচ কার্যক্রম পরিচালনার জন্য ১২ উপজেলায় কাজ করছে ২৪২টি পানি ব্যবস্থাপনা সমিতি।
প্রকল্পের পর্যাপ্ত পানি পেয়ে খুশি এলাকার কৃষক। তারা এখন ব্যস্ত সময় পার করছেন বোরো আবাদে।
জেলা সদরের রামনগর ইউনিয়নের বাহালীপাড়া গ্রামের কৃষক মোখলেছার রহমান (৫২) বলেন,‘এবার সময়মতন পানি পাইছি তিস্তার ক্যানেলোত। সুবিধা পায়া তিন বিঘা জমিত ধান আবাদ করিনু। ক্যানেলের পানির আবাদোত খরচ কম হওয়ায় লাভ বেশী হয়।’
একই গ্রামের কৃষক জগদীশ চন্দ্র রায় (৬৫) প্রকল্প এলাকায় বোরো আবাদ করেছেন আড়াই বিঘা জমিতে। তিনি বলেন, ‘প্রত্যেক বছর পানি নিয়া সমস্যা হয়, এইবার আর পানির সমস্যা নাই। সময়মতন পানি পায়া ভালো ফলনের আশা করেছ।’
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন,‘জানুয়ারি মাসের প্রথম থেকে সেচ কার্যক্রম শুরু করা হয়েছে। সেচের পানিতে কৃষরা নির্বিঘ্নে আবাদের কাজ চালিয়ে যাচ্ছেন। মাঠে চারা রোপণের পর এখন পরির্চার কাজে ব্যস্ত কৃষক।’
তিনি বলেন,‘সেচ যন্ত্র চালিয়ে বোরো আবাদে প্রতি একরে খরচ হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা। সেখানে সেচ প্রকল্পের পানিতে আবাদে খরচ হচ্ছে মাত্র ৪৮০ টাকা। খরচ কম হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক।’
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাফিউল বারী জানান, তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের রিজার্ভারে ৩ হাজার কিউসেকের মতো পানি পাওয়া যাচ্ছে। যা দিয়ে নির্ধারিত লক্ষ্যমাত্রার জমিতে সেচ সুবিধা প্রদান করা হচ্ছে। পানির যথাযত ব্যবহার নিশ্চিৎ করতে ২৪২টি পানি ব্যবস্থাপনা সমিতির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভালো ফলনের জন্য পানির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।
তিনি বলেন,‘এবছর এক হাজার ৪২৫ কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ প্রকল্পের পুনর্বাসন ও সম্প্রসারণ কাজ শুরু করা হয়েছে। সময়মত কাজ শেষ হলে আগামীতে এ প্রকল্পের আওতায় এক লাখ ৩ হাজার হেক্টর জমিতে সেচ প্রদান সম্ভব হবে।
- পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে
- ‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
- চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
- পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
- ‘শৈশবে ফিরলেন’ নেদারল্যান্ডসের ক্রিকেটাররা
- নারীর অংশগ্রহণ কমে যাওয়া অর্থনীতিতে সতর্ক সংকেত
- ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিয়ের আসর থেকে পালিয়ে থানায় আশ্রয় নিলেন কনে
- রাউজানে নলকূপের গর্তে পড়া সেই শিশুকে মৃত ঘোষণা
- ‘শিক্ষা মন্ত্রণালয়ে শত শত তদবির, আগে টাকা দিলেই কাজ হতো’
- কর্মক্ষেত্রে এআই ব্যবহারে ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
- আমলকির তেল কি চুল পড়া বন্ধ করে?
- এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
- হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল
- নারী, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়ে ১০ দফা সুপারিশ
- ‘কিছুই পাল্টায়নি, এখনও মেয়েদের হেনস্তা করা হচ্ছে’
- সারা দেশে অবাধে শিকার ও বিক্রি হচ্ছে শীতের পাখি
- ৩ দিন চলবে না মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
- আয়রনের ঘাটতি, যে কারণে শুধু সাপ্লিমেন্ট যথেষ্ট নয়
- সাবস্ক্রিপশন পরীক্ষা করবে মেটা
- মেয়েদের টানা জয়ের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে
- নিরপেক্ষ নির্বাচন চাই: পাপিয়া
- ঋতুপর্ণার হ্যাটট্রিকে ১৩-০ গোলের জয়
- দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’
- স্কুল জীবনের বন্ধুত্ব ভাঙলেন সাইফ কন্যা
- প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
- ১৭ বছর বড় বড় গল্প শুনেছি: তারেক রহমান
- গণভোট নিয়ে কারিগরি-মাদ্রাসা শিক্ষা বিভাগের ৮ উদ্যোগ
- ৪০ হাজার কোটির রাজস্ব হলেও ক্ষতি ৮৭ হাজার কোটি


