ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৬:২৮:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তুমি আমাদের বুকের ভেতরে আছো: প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর সামরিক মর্যাদায় দাফন আজ

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ২৩ অক্টোবর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিন টি-টোয়েন্টি ও দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে লাহোরের আল্লামা ইকবাল বিমান বন্দরে বাংলাদেশ দলকে স্বাগত জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নারী উইংয়ের জেনারেল ম্যানেজার আয়েশা আশার। এই সময় উপস্থিত ছিলেন পিসিবি’র কর্মকর্তারা।

আগামী ২৬, ২৮ ও ৩০ অক্টোবর টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ ও পাকিস্তানের নারীরা। ২ ও ৪ নভেম্বর দুইটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দল দুইটি।

প্রতিটি ম্যাচই আয়োজন করা হবে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে।

সম্প্রতি, পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পর এই সফর নিশ্চিত করা হয় বলে জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে।

বাংলাদেশ নারী দল

সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা (উইকেট রক্ষক), আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, লতা মণ্ডল, পান্না ঘোষ, একা মল্লিক, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা।

-জেডসি