ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ১৫:১০:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঈদ কেনাকাটায় ক্রেতা বাড়ছে ব্র্যান্ড শপে বাঁচানো গেল না সোনিয়াকেও, শেষ হয়ে গেল পুরো পরিবার

ফিল্ম ইন্ডাস্ট্রির সম্মানহানি নিয়ে সরব হলেন জয়া বচ্চন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত কয়েকমাস ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে বিতর্কে তুঙ্গে। সুশান্তের মৃত্যুতে নেপোটিজম কিংবা ফেভারিটিজম, মুভি মাফিয়া এবং মাদক নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে অনেকেই মুখ খুলেছেন। এবার ফিল্ম ইন্ডাস্ট্রির সম্মানহানি নিয়ে সরব হলেন বর্ষীয়ান অভিনেত্রী ও রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জিরো আওয়ারে রাজ্যসভায় ফিল্ম ইন্ডাস্ট্রির চলমান সঙ্কট নিয়ে কথা বলার অনুমতি চেয়েছিলেন সমাজতন্ত্র পার্টির সাংসদ জয়া বচ্চন। পরে তাকে কথা বলার অনুমতি দেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

জয়া বচ্চন বলেন, 'দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে সঙ্কট চলছে। এমন পরিস্থিতিতে বিনোদন জগতের বদনামের চেষ্টা করা হচ্ছে। লাখ লাখ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। এমনকি প্রতি বছরই সর্বোচ্চ করদাতাদের তালিকায় প্রথম সারিতে বিনোদন জগতের মানুষরাই থাকেন। শুধু তাই নয়, দেশের নানা রকমের বিপর্যয়ে সরকারের পাশে দাঁড়ান তারা। অথচ কিনা এই সংকটের সময় কয়েকজন মানুষের জন্য গোটা বিনোদন জগতকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। ফিল্ম ইন্ডাস্ট্রিকে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে।'

জয়া অভিযোগ এনে আরও বলেন, দেশের সাধারণ মানুষের নজর অন্যদিকে প্রভাবিত করতেই এমনটা করা হচ্ছে। খুব শিগগিরই এর বিরুদ্ধে সরকারের পদক্ষেপ গ্রহন করা উচিত। ইন্ডাস্ট্রির দুর্দিনে সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দোষারোপের পালা বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন অমিতাভ পত্মী জয়া বচ্চন।

-জেডসি